Friday, November 7, 2025

রাখির দিনেও বঙ্গে বৃষ্টির বিরাম নেই, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

Date:

রাখির দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গে ভারি বৃষ্টি জারি থাকবে। সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: অপ্রাপ্তবয়স্ক দাঁতালের অস্বাভাবিক মৃত্যু ডুয়ার্সে

ক্যালেন্ডার বলছে গত বুধবার বঙ্গে শরতের আগমন ঘটেছে। তবে লাগামহীন বৃষ্টি থেকে রেহাই নেই । আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার  কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে বিস্তৃত। তাঁর জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। অন্যদিকে রাজ্যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকার জেরেই এই বৃষ্টি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে।

অন্যদিকে,  ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এরমধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।

আজ, রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২.৯ মিলিমিটার।

Related articles

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...
Exit mobile version