Saturday, August 23, 2025

আফগানিস্তান-তালিবান সংকট নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জি-৭ এর বৈঠকের ডাক দিল ব্রিটেন। তালিবানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরপের জন্যই এই বৈঠক ডাকার কথা বলছে বরিস জনসনের সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান এবং কানাডার নেতৃত্ব দিচ্ছেন। রবিবার তিনি একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিলেন। বৈঠকের কারণ ছিল, তালেবান গ্রাসে আফগানিস্তান।

ব্রিটেন বিশ্বাস করে জি-৭ এর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করবে এবং যদি তালিবান মানবাধিকার লঙ্ঘন করে এবং তার ভূখণ্ডকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে দেয় তাহলে G7-এর সাহায্য বন্ধ করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগান ইস্যুতে আলোচনা করবেন। এদিন বরিস জনসন বলেন, ”আফগানিস্তানের সঙ্কট নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার জি ৭ নেতাদের বৈঠক ডাকা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে অনুরোধ করেছিলেন এই বিষয়টি বাড়তে বাধা দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে।”

আরও পড়ুন-প্রাণ হাতে আফগানিস্তান থেকে ভারতে ফিরলেন ১৪৬ জন

গত সপ্তাহে তালিবান কাবুল দখল করে। এখন প্রায় গোটা আফগানিস্তান তালিবান দখলে। আফগান প্রদেশ দখল করে তা রক্ষার জন্য নাগরিক এবং আফগান সামরিকদের দেশ ছাড়তে বাধ্য করে। অনেকেই তালিবান শাসনের আরোপিত শরিয়ত আইনের কঠোর জীবনে ফিরে যাওয়ার আশঙ্কা করেন। যা ২০ বছর আগে শেষ করেছিল আফগানিস্তান।

ব্রিটেনের প্রধানমন্ত্রী রবিবার টুইট করে বলেন, “নিরাপদভাবে নাগরিকদের সরাতে, মানবিক সংকট রোধে এবং গত ২০ বছরের প্রাপ্ত ক্ষমতা সুরক্ষিত করতে আফগান জনগণের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর একসঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।” ব্রিটেন বর্তমানে জি ৭-এ নেতৃত্বে রয়েছে। এছাড়াও বাকি দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান এবং কানাডা।

Related articles

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...
Exit mobile version