Wednesday, August 27, 2025

নিয়ম অনুযায়ী নির্বাচনের ছমাসের মধ্যেই করতে হয় উপনির্বাচন। সেই হিসেবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরেও কেটে গিয়েছে প্রায় চারমাস। কিন্তু এখনও উপ নির্বাচনের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেন, নির্বাচন কমিশনের উপনির্বাচনের দিন ঘোষণা করা উচিত। করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে, এই পরিস্থিতিতে নির্বাচন করা ভালো বলে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন-বিজেপির যুব মোর্চার জাতীয় কর্মসমিতিতে বাংলা বঞ্চিত, ক্ষোভ

এরাজ্যে ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে ভোট রয়েছে। নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায় বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন। ভবানীপুরের জয়ী তৃণমূল প্রার্থীও বিধায়ক পদ ছেড়েছেন।  উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ফলে এই পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে। এর পাশাপাশি, নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায়, ভোট গ্রহণ স্থগিত ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। মুখ্যমন্ত্রী বলেন, “চার মাস হয়ে গেল এখনও ভোটের দিন ঘোষণা করল না নির্বাচন কমিশন (Election Commission)। এটা মানুষের
এটা গণতান্ত্রিক অধিকার।”

ইতিমধ্যেই কোভিড (Covid) পরিস্থিতিতে নির্বাচন বা উপনির্বাচন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির মতামত কী? জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ৫ রাজ্যের রাজনৈতিক দলগুলিকে এই চিঠি দেওয়া হয়েছে। ৩০ অগাস্টের মধ্যে উত্তর জানাতে হবে। তিনি বলেন, এখন রাজ্যে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। এই অবস্থায় ভোট করা গেলে সেটা ভালো হবে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version