Wednesday, August 27, 2025

পুরো ঘটনা রুপোলি পর্দার চিত্রনাট্যকেও হার মানাবে। প্রথমে চোখে লঙ্কার গুঁড়ো, তারপরে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত। আচমকা এই হামলায় ‘টার্গেট’ বেসামাল হতেই হাত থেকে ১০ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা।আক্রান্ত ব্যক্তির নাম বরুণ প্রামাণিক।তিনি ব্যবসার টাকা ব্যাঙ্কে জমা করতে যাচ্ছিলেন।সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার পশ্চিমপাড়ায়। পুলিশ এই ঘটনায় আপাতত দু’জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকড়া এলাকার একটি মদের দোকানের দীর্ঘদিনের কর্মচারী বরুণবাবু একটি বাজারের ব্যাগে করে প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাঙ্কে জমা করতে। দোকান থেকে হাঁটাপথেই যাওয়া যায় ব্যাঙ্কে।তিনি প্রায় রোজদিনই এই কাজ করেন।সোমবার দোকান থেকে বেরিয়ে কিছুটা এগোতেই দুই বাইক আরোহী হঠাৎই এসে তাঁর সামনে দাঁড়ায়। বরুণবাবু কিছু বুঝে ওঠার আগেই তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় তারা। তারপর ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে মাথায়। একে চোখে জ্বালা, সঙ্গে মাথায় যন্ত্রণায় কাতরাতে থাকা বরুণবাবুর টাকার ব্যাগ ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। সিসিটিভি’র ফুটেজে দেখা গিয়েছে, তারা জাতীয় সড়ক ধরে উলুবেড়িয়ার দিকে যাচ্ছে। এদিকে, তারা পালানোর সময় ব্যাগ থেকে এক লক্ষ টাকার একটি বান্ডিল রাস্তায় পড়ে যায়।
মদের দোকানের পক্ষ থেকে বাঁকড়া আউটপোস্টে অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, লুঙ্গি পরা স্থানীয় এক বাসিন্দা দুষ্কৃতীদের ইঙ্গিত করে ওই কর্মচারীকে চিনিয়ে দিচ্ছে। তাছাড়া রাস্তায় যে টাকার বান্ডিলটি পড়ে গিয়েছিল, সেটি সে-ই তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ ওই ‘টিপার’ সহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তাদের জেরা করে দুই ছিনতাইকারীকে পাকড়াও করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : আপত্তিকর মন্তব্যের জের, গ্রেফতার হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
জখম বরুণ প্রামাণিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। তিনি জানিয়েছেন, গত ৩০ বছর ধরে আমি এই কাজ করছি। কোনওদিন এমন ঘটনা ঘটেনি। এদিন যখন আমার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়, তখন অসম্ভব চোখ জ্বালা করছিল। কিছুই দেখতে পাচ্ছিলাম না। তার উপর মাথায় আঘাত করা হয়। চারদিক যখন অন্ধকার, তখনই টাকার ব্যাগ ছিনতাই করে পালাল ওরা।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version