Sunday, August 24, 2025

মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : আপত্তিকর মন্তব্যের জের, গ্রেফতার হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

Date:

সোমবার রায়গড়ে জন আশীর্বাদ যাত্রা চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগাস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ রানের কথায়, স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? এরপরই রানে বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’ এই মন্তব্যের জেরে উত্তাল মহারাষ্ট্র-রাজনীতি।

রানের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন শিব সেনার সদস্যরা। এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে পুনেতে একটা, নাসিকে দু’টি এবং রায়গড়ের মাহাদে একটি অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে রানের বিরুদ্ধে। সূত্রের খবর, আজই তিনি গ্রেফতার হতে পারেন।

আরও পড়ুন: কাবুল থেকে ইউক্রেনের বিমান ‘অপহরণ’!

অন্যদিকে, শিবসেনা সাংসদ বিনায়ক রাউত রানের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীকে সরানোর দাবি জানিয়েছেন রাউত। ইতিমধ্যেই, কেন্দ্রীয় মন্ত্রী রানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করেছে রত্নগিরি আদালত। নাসিকের পুলিশ কমিশনার দীপক পাণ্ডে জানিয়েছেন, পুলিশের একটি দল আগামী দু’ঘণ্টার মধ্যেই চিপলুন পৌঁছবে। রানেকে তাঁদের হেফাজতে নিয়ে নাসিক পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য রত্নগিরির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।

পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে নীতেশ রানে ট্যুইট করে দাবি করেছেন, জুহুতে তাঁদের বাড়ির বাইরে জড় হওয়ার পরিকল্পনা করছেন যুব সেনার সদস্যরা। তাঁদের বিরুদ্ধে মুম্বই পুলিশকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেছেন রানে-পুত্র নীতেশ।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version