Thursday, November 6, 2025

প্রথা অনুসারে বিধানসভায় (Assembly) পিএসি (PAC) চেয়ারম্যান বিরোধী দল থেকেই নিযুক্ত করা হয়। একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) পর কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) বিধায়ক (MLA) মুকুল রায়কে (Mukul Roy) পিএসি চেয়ারম্যান করা হয়েছে। যিনি অবশ্য বিজেপির পদ্ম প্রতীকে দাঁড়িয়েই জয়ী হয়েছেন। কিন্তু বিজেপির দাবি, মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করায় বিধানসভার ঐতিহ্য ভঙ্গ হয়েছে। কারণ, ভোটের ফলাফলের ঠিক পরেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। এবং এই মর্মে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জনস্বার্থ মামলা করেছিল বিজেপি। আজ, মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে বেলা ১২ নাগাদ এই মামলার শুনানি হয়।

এদিন শুনানির শুরুতেই কল্যাণীর বিজেপি বিধায়ক তথা মামলাকারী অম্বিকা রায়ের (Ambika Roy) আইনজীবী বিএস বৈদ্যনাথন সওয়াল শুরু করেন। আদালতকে তিনি জানান, তৃণমূলে এসে সরকারি ভাবে বিজেপি থেকে ইস্তফা দেওয়ার আগেই মুকুল রায়কে চেয়ারম্যান করা হয়। এটা সংবিধানের দশম তফসিল লঙ্ঘন করে। এতে ৫৪ বছর ধরে বিরোধী দলের নেতাকে পিএসি চেয়ারম্যান করার ঐতিহ্যও লঙ্ঘিত হয়েছে। অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী এ দিন কোনও সওয়াল করেননি।

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের একচেটিয়া বেসরকারিকরণের বিরুদ্ধে সরব তৃণমূল

সওয়াল-জবাবের পর আগামী ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন দুই বিচারপতির বেঞ্চ। তার আগে মুকুল রায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এই সংক্রান্ত হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version