Saturday, November 15, 2025

দুয়ারে সরকারে ব্যাপক সাড়া, ৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন

Date:

ব্যাপক সাড়া দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচিতে। গড়ল নতুন রেকর্ডও। গতবারের রেকর্ডকে ভেঙে এবার মাত্র ৯ দিনের মাথায় ১ কোটি পূর্ণ করল নাম নথিভুক্তির সংখ্যা। গত বছর এই কর্মসূচির প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি নাম নথিভুক্ত হয়েছিল। এবার ৯ দিনে এই সংখ্যা ১ কোটি পূর্ন করল। এই তথ্যই প্রমাণ করে, দুয়ারে সরকার প্রকল্পে কতটা সাড়া মিলেছে। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন সংখ্যা এক কোটি ছাপিয়ে যায় বলেই নবান্ন সূত্রে খবর।

 

দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে গত মাসে অ্যাপেক্স কমিটি গঠন করে রাজ্য সরকার। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে রাজ্যের মুখ্যসচিব। রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয়েছে তিনটি টাস্কফোর্স। এই কমিটির অধীনেই কাজ করবে টাস্কফোর্সগুলি।

আরও পড়ুন- লালবাজারে সাইবার অ্যাটাক! গুজব ওড়ালেন মুরলীধর শর্মা

অ্যাপেক্স কমিটিতে রাখা হয় রাজ্য সরকারি সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের। সোমবার রাজ্যজুড়ে ২ হাজার ১৮৩ শিবিরে বিভিন্ন কাজে এসেছিলেন ১৭,২৪,১৩১ জন। গত ৮ দিনে সবচেয়ে বেশি ১২ লক্ষ ৮ হাজার ৮৬৫ উপভোক্তা এসেছেন দক্ষিণ ২৪ পরগনার শিবিরগুলিতে। এখনও পর্যন্ত সবচেয়ে কম উপস্থিতি কালিম্পঙে। সংখ্যাটা মাত্র ২২,৫২২। দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে মুর্শিদাবাদ। যেখানে গত ৮ দিনে মোট ৯ লক্ষ ৬৯ হাজার ৫২৯ জন বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য এসেছেন। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই আট দিনে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ভিড় করেছেন ৬ লক্ষ ৯২ হাজার ৮১৭ জন।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version