Sunday, August 24, 2025

বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পরেই বাংলায় ফিকে হচ্ছে গেরুয়া রং। এই মন্তব্য কোনও অ-বিজেপি রাজনৈতিক দলের নয়, বিজেপির (Bjp) সাংগঠনিক বৈঠকেই উঠে এসেছে এই তথ্য। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের পরেই বিজেপি ছেড়ে বিশেষ করে শাসকদল তৃণমূলে (Tmc) যাওয়ার প্রবণতা বাড়ছে। শুধু তাই নয়, প্রাক্তন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy) এবং বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) এলাকাতেই এই দলবদলের প্রবণতা সবচেয়ে বেশি বলে খবর।

সম্প্রতি সামনে এসেছে, রিমঝিম মিত্রের (Rimjhim Mitra) খবর। তিনি স্পষ্ট জানিয়েছেন, “বন্ধুরা তৃণমূলে গিয়েছে। আমাকেও ভাবতে হবে”। এর আগে অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Bandopadhyay), রূপা ভট্টাচার্যকে (Rupa Bhattacharya) বিজেপি ছেড়ে বামেদের মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। এবার বিজেপির সাংগঠনিক বৈঠকে তথ্য, “বঙ্গে ফিকে হচ্ছে গেরুয়া। বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় আসার ফানুস উড়িয়ে ছিল পদ্ম শিবির। কিন্তু ফল বেরোনোর পর দেখা গিয়েছে দুই অঙ্ক পেরোতে পারেননি তারা। এতেই অনেকের মোহভঙ্গ হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। আবার কারও কারও মতে, ক্ষমতার লোভে যারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন, এখন তাঁরা সেখানে থাকতে চাইছেন না। শুধু শিল্পী মহলের নয়, পোড়খাওয়া রাজনৈতিক নেতা যাঁরা ভোটের আগে শিবির বাদল করেছিলেন, তাঁরাও আবার পদ্ম ছাড়তে চাইছেন। নাম উঠে আসছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। ইতিমধ্যেই ফিরে এসেছেন সুনীল মণ্ডল (Sunil Mandal)। সূত্রের খবর পা বাড়িয়েছেন রুদ্রনীল ঘোষও (Rudhranil Ghosh)।

আরও পড়ুন- দুয়ারে সরকারে ব্যাপক সাড়া, ৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন

বিধানসভা নির্বাচনের আগেই আদি-নব্যের দ্বন্দ্বে জেরবার হয়েছিল বিজেপি। নির্বাচনের পরেও আদিরা আর সেভাবে সক্রিয় হননি। নব্যদের নিয়ে খুশি নন রাজ্যের বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতারা কী নিদান দেন সেদিকেই তাকিয়ে রাজ্যের পদ্ম শিবির।

তবে, তৃণমূল নেতা তথা সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), সাংবাদিক বৈঠকে বলেন, বিজেপি শিবির ফাঁকা হয়ে যাবে- এই ভবিষ্যৎবাণী তাঁরা আগেই করেছিলেন। এখন সেই কথাযই মিলে যাচ্ছে। “নীতিহীন রাজনীতির ফল পাচ্ছে গেরুয়া শিবির”।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version