টিকাকরণ (vaccinations ) নিয়ে কলকাতা পুরসভা (kolkata corporation) নতুন নিয়ম চালু করল । মঙ্গলবার সকাল থেকে এই নতুন নিয়মে টিকাদান শুরু হয়ে গেল । এই নতুন নিয়ম অনুযায় এবার থেকে কলকাতা পুরসভার সব টিকাকেন্দ্রে প্রথম ও দ্বিতীয় (first and second dose) ডোজ় একসঙ্গেই দেওয়া হবে। আর টিকা দেওয়া হবে আগে এলে আগে পাবে এই ভিত্তিতে। কেন্দ্রগুলোতে ভ্যাকসিন দেওয়া শুরু হবে সকাল ১০টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ডোজ়ই মিলবে। পুরসভার নতুন নিয়মে মঙ্গলবার সকাল থেকে পুরসভার ভ্যাকসিন সেন্টারগুলোতে চলছে ভ্যাক্সিনেশন। কেন্দ্রগুলোতে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ় এক সঙ্গেই দেওয়া হচ্ছে। ফলে ভ্যাক্সিনেশন সেন্টারগুলোতে ভিড় বেড়েছে ভোর থেকেই লম্বা লাইন দিয়ে টিকা নিতে দেখা যাচ্ছে । তবে পুরসভা সূত্রে জানানো হয়েছে রয়ে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ রয়েছে। তাই অযথা আতঙ্কিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই টিকা গ্রহণ করুন।
