Sunday, May 4, 2025

হামলার আশঙ্কার মধ্যে দেশ ছাড়ার হিড়িক, আজও ১৮০ জনকে দেশে ফেরাতে তৎপর দিল্লি

Date:

Share post:

তালিবানরা আফগানিস্তান কব্জা করার পরই দেশ ছাড়ার হিড়িক পড়েছে। মঙ্গলবারই তালিবান মুখপাত্র জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর অবশ্য জার্মান দূতের সঙ্গে আলোচনার মাধ্যমে ৩১ অগাস্ট পর্যন্ত আটকে থাকা নাগরিকদের অনান্য দেশে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালিবানরা। তাই উদ্ধারকার্যেও গতি এনেছে সমস্ত দেশ। বৃহস্পতিবারই আরও ১৮০ জনকে কাবুল থেকে দেশে ফেরানো হবে বলে খবর।

আরও পড়ুনঃ বৈধ কাগজ থাকলেই ৩১ অগাস্টের মধ্যে দেশ ছাড়তে পারবে আফগানরা,দাবি জার্মান দূতের

এদিকে আমেরিকার প্রতিরক্ষার মন্ত্রকের এক আধিকারিকের দাবি, কাবুল বিমানবন্দরে বড়সড় হামলা চালাতে পারে ইসলামিক স্টেট-খোরাসান (আইসিস-কে) জঙ্গিগোষ্ঠী। এই হামলার ঝুঁকি নিয়েও আটকে পড়া বাসিন্দাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশে। ভারতের তরফে এ দিন প্রায় ১৮০ জনকে কাবুল থেকে একটি সামরিক বিমানে করে দেশে ফিরিয়ে আনারকথা রয়েছে। বৃহস্পতিবার সকালেই দিল্লিতে ১৮০জন যাত্রীকে নিয়ে বিমানটি অবতরণের কথা। বিমানটিতে ভারতীয় ছাড়াও হিন্দু ও শিখ আফগানকেও কাবুল থেকে উদ্ধার করে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে প্রায় আটশোরও বেশি মানুষকে উদ্ধার করে ভারতে আনা হয়েছে। এরইমধ্যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ভিসার নতুন নিয়ম ও শর্ত চালু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ বার থেকে ই-ভিসা রয়েছে, এমন আফগান নাগরিকরাই কেবল ভারতে আসতে পারবেন। নতুন এই নিয়মে আফগানদের জন্য ভারতে আসা খানিকটা হলেও কষ্টসাধ্য হবে বলে মনে করা হচ্ছে।

কাবুল দখলের পর থেকেই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সামলাচ্ছে মার্কিন বাহিনী। তবে পরিস্থিত দিনদিন খারাপ হচ্ছে বলেই দাবি প্রেসিডেন্ট বাইডেনের। যে কোনও সময়ে  কোনও সন্ত্রাসবাদী সংগঠন হামলা চালাতে পারে। তাই যত দ্রুত উদ্ধারকার্য শেষ করে সকলকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, ততই ভাল বলে জানিয়েছেন বাইডেন।

advt 19

spot_img
spot_img

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...