বেলাইন গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস

বেলাইন গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস (Express)। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে মালদহ (Maldah) রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে। মালদহ টাউন স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক (Helpdesk)। গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেসের যাত্রীদের পরিজনেরা রেলের দেওয়া হেল্প ডেস্ক থেকে সহায়তা পাবেন।

 

রেল দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে অসমের (Asam) কামাক্ষা থেকে ট্রেনটি ছাড়ে। এরপর প্রায় ৮০ কিলোমিটার দূরে চায়গ্রামের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির এস-৭ এবং এস-১২ কামরা দুটি লাইনচ্যুত হয়েছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে। রেলওয়ে সেফটি কমিশন তদন্ত করেছে।