Wednesday, December 17, 2025

বৈধ কাগজ থাকলেই ৩১ অগাস্টের মধ্যে দেশ ছাড়তে পারবে আফগানরা,দাবি জার্মান দূতের

Date:

Share post:

বিদেশীদের যেতে দেওয়া হলেও আফগান নাগরিকদের বিমানবন্দরে দেশ ছেড়ে যেকে দেওয়া হবে না। এমনটাই নির্দেশ দিয়েছিলেন তালিবান মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ। এমনকি তিনি এও জানিয়েছিলেন আফগানদের জন্য কাবুল বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু রাত পোহাতেই চালু অন্য নিয়ম।

আরও পড়ুন: গভীর রাতে হবু মা নুসরত কে হাসপাতালে ভর্তি করা নিয়ে ধোঁয়াশা তুঙ্গে

সংবাদসংস্থা সূত্রের খবর, বুধবার তালিবানদের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন জার্মান দূত। তাদের বলেছেন যে ৩১ অগাস্টের পরে আফগানরা যদি দেশ ছেড়ে চলে যেতে চান তা হলে তাঁদের দেশ ছাড়তে বাধা দেওয়া হবে না।
মঙ্গলবার জি-৭ বৈঠকের পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন । জানিয়েছিলেন, আফগানদের সুরক্ষা নিয়ে একমত হয়েছে জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলি। তিনি বলেন, ‘‘জি-৭ বৈঠকে আমরা আফগানিস্তান থেকে মানুষকে বার করে আনার সঙ্গে সঙ্গে কী ভাবে তালিবানের সঙ্গে কথা চালানো হবে । আমাদের প্রধান শর্ত হবে যদি ৩১ অগাস্টের পরেও কেউ আফগানিস্তান ছাড়তে চান তাঁদের সুরক্ষিত ভাবে দেশ ছাড়তে দিতে হবে।’’
এরপরই জার্মানির তরফে তালিবানদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। জার্মান প্রতিনিধি টুইটারে জানান, তিনি তালিবানের ডেপুটি চিফের সঙ্গে দেখা করেছেন। দুই পক্ষের আলোচনার পর তালিবানের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, যে সমস্ত আফগান নাগরিকদের কাছে বৈধ কাগজ থাকবে, তাদের আগামী ৩১ অগাস্টের পর দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
জি-৭ বৈঠকে আফগানদের দেশ ছাড়ার বিষয়ে আলোচনার পরেই নিজেদের অবস্থান থেকে কিছুটা হলেও সরেছে তালিবান বলে মনে করছেন কূটনৈতিক মহল। তাঁদের দাবি,এবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চাইছে তারা। অবশ্য এনিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোয় এবিষয়ে কী ভাবছে তালিবানরা তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।

advt 19

spot_img

Related articles

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...