Tuesday, August 26, 2025

ভয়াবহ পরিস্থিতি, আফগানদের ঠেকাতে তালিবানরা দেদার ব্যবহার করছে স্মোক গ্যাস ও জলকামান

Date:

আফগানিস্তানে তৈরি হয়েছে চরম অরাজক অবস্থা। বহু মানুষ ছাড়তে চাইছেন দেশ। আফগান ছাড়াও সেই তালিকায় রয়েছেন আরও অনেক রাষ্ট্রের নাগরিক।সবাই ভিড় করছেন কাবুল বিমানবন্দরে।সেই ভিড়ের মধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
টলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যে গত ১০ দিনে কাবুল বিমানবন্দর চত্বরে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৫ জন মানুষ। এই হিসেব চলতি সপ্তাহের ২৫ অগস্ট পর্যন্ত। গত ১৫ অগস্ট রাজধানী কাবুলের দখল নেয় তালিবান। সেই সঙ্গেই পুরো আফগানিস্তান চলে যায় তালিবানের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন – আফগানিস্তান ইস্যুতে সরকারের পাশে, কেন্দ্রকে আটকে থাকা বাঙালিদের তালিকা দিল তৃণমূল
প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদের সংখ্যা ২৫-এর বেশিও হতে পারে। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। যাদের মধ্যে ছয় থেকে সাত জন প্রাণ হারিয়েছেন অনাহার এবং তৃষ্ণার কারণে। বাকিদের কয়েকজন ভিড়ের চাপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিছু লোকের প্রাণ গিয়েছে তালিবানের এয়ার স্ট্রাইকে।
সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে নিত্যদিন বহু মানুষ আসছেন কাবুল বিমানবন্দরে। সকলেরই লক্ষ্য আফগানিস্তান ছেড়ে অন্য কোনও নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়া। বিপুল মানুষের চাপেই জটিলতা তৈরি হচ্ছে। এরই মাঝে আফগানদের আটকাতে মরিয়া তালিবান বিমানবন্দরের বাইরে দেদার স্মোক গ্যাস ও জলকামান ব্যবহার করছে। পাশাপাশি শোনা গিয়েছে তালিবানের হুমকি। আফগান নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা চাপিয়েছে তারা। পাশাপাশি চলতি মাসের মধ্যেই সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আফগানিস্তান ছেড়ে যেওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকাকে।

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version