Sunday, May 4, 2025

এবার পুলিশের জালে “ভুয়ো” আইনজীবী, অভিযুক্ত মহিলা রাজ্য বিজেপির সক্রিয় সদস্য

Date:

এবার শহরে ভুয়ো আইনজীবী (Fake Lawyar)। কলকাতা শহরের বুকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো এক বিজেপি (BJP) নেত্রীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে নাজিয়া ইলাহি খান (Najia Ilahi Khan) নামের ওই পরিচিত বিজেপি নেত্রীকে গ্রেফতার করেছে গিরিশ পার্ক থানার পুলিশ (Girish Park PS)।

ধৃত নাজিয়া বিজেপির সংখ্যালঘু সেলের গুরুত্বপূর্ণ সমস্যা বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত বিজেপি নেত্রীর আইনজীবী হওয়ার কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। পুলিশে অভিযোগ হওয়ায় দিল্লি-সহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিল নাজিয়া ইলাহি খান। কিন্তু শেষরক্ষা হলো। বৃহস্পতিবার সকালে ধরা পড়ে যান।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিন তালাক মামলার সঙ্গে যুক্ত ছিলেন নাজিয়া ইলাহি খান।

আরও পড়ুন:কোভিড বিধি শিথিল হতেই বঙ্গে ‘বিয়ের ফুল’: মাত্র ৬ সপ্তাহে রেজিস্ট্রি বিয়ে ৩৬ হাজার

অভিযোগ, মামলার সমাধান করে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে টাকা নেয় নাজিয়া ইলাহি খান। বাগুইআটি থানায় তাঁর নামে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগ দায়ের করেন সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তিও। তাঁর দাবি, বিবাহ বিচ্ছেদের মামলার মিটিয়ে দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন নাজিয়া। কিন্তু আইনজীবী হিসেবে সেই সমস্যার সমাধান তিনি করেননি। এরপর ২০২০-তে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনে চিঠি দেয় পুলিশ। সেখান থেকেই পুলিশ সম্প্রতি নিশ্চিত হয়, নাজিয়া ইলাহি খানের আইনজীবী হওয়ার কোনও পরিচয় নেই।

 

Related articles

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...
Exit mobile version