Tuesday, May 6, 2025

তালিবানদের সঙ্গে যুদ্ধে প্রস্তুত, জানিয়ে দিলেন বিরোধী জোটের নেতা আকমল

Date:

প্রায় গোটা আফগানিস্তান এখন তালিবান জঙ্গিদের দখলে। তার মধ্যে উত্তর আফগানিস্তানে নর্দার্ন অ্যালায়েন্সের কড়া প্রতিরোধের মুখে পড়েছে তালিবানরা। বুধবার নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম কমান্ডার আমির আকমল ইন্ডিয়া টুডেকে বলেছেন, তাঁরা তালিবানের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। বিনা যুদ্ধে তাঁরা তালিবানদের কাছে কখনওই বশ্যতা স্বীকার করবেন না। তালিবানদের প্রতিরোধ করার মতো সব ধরনের ব্যবস্থাও তাঁরা নিয়েছেন।

আকমল এদিন আরও বলেন, তাঁদের প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছে মূলত তরুণ সম্প্রদায়, সেনা এবং প্রাক্তন জেহাদি কমান্ডারদের নিয়ে। যাদের কেউই তালিবানদের শাসন কোনওভাবেই মেনে নিতে রাজি নয়। তালিবানের নৃশংসতা, নির্মমতা কখনওই মেনে নেওয়া যায় না। তাই যুদ্ধের জন্য তাঁরা সম্পূর্ণ প্রস্তুত আছেন। তাঁরা দেশে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনতে এবং সভ্যসমাজ গড়ে তুলতে চান। সে কারণেই তাঁরা তালিবানের সঙ্গে যুদ্ধ করবেন।

আরও পড়ুন- বিচারপতির সংখ্যা কম, তাই মামলার ফয়সালায় দেরি: বলল সর্বোচ্চ আদালত

তালিবান দেশের অধিকাংশ অঞ্চল দখল করে নিলেও পঞ্জশির এখনও তাদের অধরাই রয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে তারা পঞ্জশিরের উদ্দেশে বিপুল পরিমাণ সেনা পাঠালেও এখনও তারা নিজেদের দখলে আনতে পারেনি। পঞ্জশিরের ভৌগোলিক অবস্থানও তালিবানদের কাছে এই প্রদেশ জয় করা বেশ কিছুটা কঠিন করে তুলেছে। পঞ্জশির দখলে মরিয়া তালিবানরা ইতিমধ্যেই সেখানে খাদ্য-পানীয় পৌঁছতে প্রবল বাধা দিচ্ছে। পঞ্জশিরে তালিবানদের ঠেকাতে ইতিমধ্যেই দেশের বহু প্রাক্তন সেনা নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে যোগ দিয়েছে। আফগান সরকারের সেনাবাহিনী তালিবানদের বাধা দিতে পারেনি। সে কারণেই নর্দার্ন অ্যালায়েন্স তালিবানদের ঠেকানোর কাজ করবে। যদিও আমারুল্লা সালেহ জানিয়েছেন, তাঁরা যুদ্ধ নয়, শান্তি চান। সে-জন্য তালিবানদের সঙ্গে সমঝোতার রাস্তাতেও যেতে পারেন।

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version