Monday, August 25, 2025

‘সর্বশক্তি দিয়ে ভারতীয়দের ফেরানো হচ্ছে’, আফগানদের পাশে থাকার বার্তা বিদেশমন্ত্রীর

Date:

তালিবান(Taliban) অধ্যুষিত আফগানিস্তানের(Afghanistan) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল সরকার। এই বৈঠকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত ভাবে জানানো হয়। পাশাপাশি সেখানে উপস্থিত ভারতীয়দের(India) ফেরাতে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে তার বিস্তারিত জানানো হয়েছে এদিন। সূত্রের খবর এই দিনের বৈঠকে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেন। এবং বলেন ভারতীয় নাগরিকদের সেখান থেকে ফেরাতে যথাসম্ভব চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি কঠিন এই সময়ে ভারত যে আফগানিস্তানের সাধারণ মানুষের পাশে রয়েছে সে কথাও জানাতে ভোলেননি তিনি।

এদিনের সর্বদলীয় বৈঠকে সরকারের তরফে জানানো হয়, বর্তমানে সরকারের মূল লক্ষ্য আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো। প্রায় ১৫ হাজার মানুষ সাহায্যের জন্য সরকারের হেল্প ডেস্কে যোগাযোগ করেছেন। পাশাপাশি বিরোধী দলগুলোকে বিস্তারিত জানানো হয় আফগানিস্তানে আমেরিকা, রাশিয়া এবং চিনের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী জানান, আফগানিস্তান থেকে যেসকল ভারতীয়দের ফেরানো হচ্ছে তাদের প্রত্যেককে করোনা ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিশ্চিত করছি আমরা। একইসঙ্গে জানান অপারেশন দেবী শক্তির মাধ্যমে সেখানে আটকে থাকা সকল ভারতীয়কে ফেরানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই বহু ভারতীয়কে ফেরানো সম্ভব হয়েছে। বাকিদের বিশেষ বিমানে ফিরিয়ে আনা হবে। বেশকিছু আফগান নাগরিককেও ফিরিয়ে আনা হয়েছে বলেও এ দিন জানান বিদেশ মন্ত্রী।

আরও পড়ুন:ভ্যাকসিনের ২ ডোজের পরও আক্রান্ত কত? আদালতকে জানাতে ‘অপারগ’ সরকার

জানা গেছে, সরকারের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন ৬ জন মন্ত্রী। তাঁরা হলেন, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ প্রতিমন্ত্রী মিনাক্ষি লেখি। পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল, বি মুরলিধরণ, অর্জুন মেঘওয়াল। অন্যদিকে বিরোধীদের তরফ এ বৈঠকে উপস্থিত ছিলেন সংসদে কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, এনসিপির তরফে ছিলেন শরদ যাদব, তৃণমূলের তরফে বস্তির ছিলেন শুখেন্দু শেখর রায় ও সৌগত রায়। পাশাপাশি ডিএমকে, আরজেডি, এআইএমআইএম, আম আদমি পার্টি, টিডিপি, জেডিএস, জেডিইউ, বিজেডি, সিপিআইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version