Friday, August 22, 2025

‘আসল দুধ না খেলে সোনার দর কী করে বুঝবেন!’ পুরনো তত্ত্বে ফের বিতর্কে দিলীপ

Date:

বছর দুয়েক আগে একবার গরুর দুধে সোনার সন্ধান দিয়ে প্রবল বিতর্কে জড়িয়ে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি(BJP President) দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তবে নিজের বক্তব্যে অটল দিলীপ ফের টেনে আনলেন সেই সোনার(gold) তত্ত্ব। এবার তিনি জানালেন, বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ(cow milk) খান না। যারা আসল দুধ খাননি তারা গরুর দুধে সোনার দর কী করে বুঝবেন? দিলীপের এই মন্তব্যে নতুন করে ফের একবার বিতর্ক উস্কে উঠেছে।

শুক্রবার রাজ্য বিজেপির সদরদপ্তরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায় তখন অনেকে খুব সমালোচনা করেছেন কিন্তু যারা আসল দুধ খাননি তারা সোনার দর বুঝবেন কী করে?” শুধু তাই নয় তিনি আরো বলেন, “পুষ্টির জন্য দুধ খাওয়া প্রয়োজন বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তবে বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ খান না, এমন অবস্থা যে লাল চা খান তারা।” তবে নতুন করে দিলীপের ফের সেই সোনা তত্ত্ব বিতর্কে জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, ‘দিলীপ ঘোষকে অনুরোধ, সোনা দেওয়া গরুকে আমার কাছে পাঠিয়ে দিন। গবেষণা করে দেখা যাবে।’

আরও পড়ুন:উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

উল্লেখ্য, বছর দুয়েক আগে গরুর দুধে সোনার সন্ধান দিয়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি ছিল, গরুর দুধে সোনার ভাগ রয়েছে তাই দুধের রং একটু হলুদ। দেশি গরুর কুঁজে থাকে নাড়ি, তাকে স্বর্ণনাড়ি বলে, সূর্যের আলো পড়লে তা থেকে সোনা তৈরি হয়। এই গরুর দুধে থাকে রোগ প্রতিরোধক শক্তি। দিলীপের সেই মন্তব্য রীতিমতো অবাক হয়ে যান বিশেষজ্ঞরা। শুরু হয় প্রবল বিতর্ক। তবে এতদিন পরেও দিলীপ ঘোষ যে নিজের বক্তব্যে অনড়, তা স্পষ্ট করলেন ফের একবার।

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version