Thursday, August 21, 2025

পোস্তা উড়ালপুল ভাঙ্গার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল, যান নিয়ন্ত্রণ হবে বেশকিছু রাস্তায়

Date:

শুরু হলো পোস্তা উড়ালপুল ( posta flyover) ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ ।কলকাতা পুরসভা (kolkata corporation) সূত্রে জানানো হয়েছে উড়ালপুল ভাঙার কাজ চলাকালীন বন্ধ রাখা হবে বিবেকানন্দ রোডের একাংশ। ভাঙার কাজ শেষ না হওয়া পর্যন্ত গণেশ টকিজ থেকে গিরিশ পার্কগামী রাস্তাতেও যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়াও সংশ্লিষ্ট আরো কয়েকটি রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কলকাতা ট্রাফিক পুলিশ নোটিশ জারি করে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে যতদিন পোস্তা উড়ালপুল ভাঙার কাজ চলবে ততদিন কয়েকটি রাস্তা দিয়ে

ঘুরপথে গাড়ি চালানো হবে। কিছু ক্ষেত্রে রুট বদলে অন্য পথে চালানো গাড়ি চালানো হবে । এমজি রোডে বন্ধ থাকবে ট্রাম চলাচল। এছাড়া, বি কে পাল অ্যাভিনিউ থেকে রবীন্দ্র সরণি পর্যন্ত নিমতলা ঘাট স্ট্রিটে একমুখী যান চলাচল করবে। প্রায় দেড়মাস ধরে চলবে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার দ্বিতীয় পর্যায়ের কাজ।

এর আগে গত জুন মাসে শুরু হয় প্রথম পর্যায়ের উড়ালপুল ভাঙ্গার কাজ। তখনো টানা বেশ কিছুদিন ধরে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে এই ফ্লাইওভার ভাঙ্গার কাজে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। যাতে ভাঙার কম্পন যতসম্ভব কম হয়। তার ফলে উড়ালপুল এর কাছাকাছি থাকা বহুতল বাড়ি দোকানে গুলি কম ক্ষতিগ্রস্ত হয়। উড়ালপুলের যে অংশ ভাঙ্গা হচ্ছে থর তা সঙ্গে সঙ্গে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে পথচারীদের কোনও অসুবিধে না হয় । প্রথম পর্যায়ের ভাঙ্গার সময়ও বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version