Monday, May 19, 2025

পোস্তা উড়ালপুল ভাঙ্গার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল, যান নিয়ন্ত্রণ হবে বেশকিছু রাস্তায়

Date:

শুরু হলো পোস্তা উড়ালপুল ( posta flyover) ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ ।কলকাতা পুরসভা (kolkata corporation) সূত্রে জানানো হয়েছে উড়ালপুল ভাঙার কাজ চলাকালীন বন্ধ রাখা হবে বিবেকানন্দ রোডের একাংশ। ভাঙার কাজ শেষ না হওয়া পর্যন্ত গণেশ টকিজ থেকে গিরিশ পার্কগামী রাস্তাতেও যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়াও সংশ্লিষ্ট আরো কয়েকটি রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কলকাতা ট্রাফিক পুলিশ নোটিশ জারি করে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে যতদিন পোস্তা উড়ালপুল ভাঙার কাজ চলবে ততদিন কয়েকটি রাস্তা দিয়ে

ঘুরপথে গাড়ি চালানো হবে। কিছু ক্ষেত্রে রুট বদলে অন্য পথে চালানো গাড়ি চালানো হবে । এমজি রোডে বন্ধ থাকবে ট্রাম চলাচল। এছাড়া, বি কে পাল অ্যাভিনিউ থেকে রবীন্দ্র সরণি পর্যন্ত নিমতলা ঘাট স্ট্রিটে একমুখী যান চলাচল করবে। প্রায় দেড়মাস ধরে চলবে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার দ্বিতীয় পর্যায়ের কাজ।

এর আগে গত জুন মাসে শুরু হয় প্রথম পর্যায়ের উড়ালপুল ভাঙ্গার কাজ। তখনো টানা বেশ কিছুদিন ধরে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে এই ফ্লাইওভার ভাঙ্গার কাজে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। যাতে ভাঙার কম্পন যতসম্ভব কম হয়। তার ফলে উড়ালপুল এর কাছাকাছি থাকা বহুতল বাড়ি দোকানে গুলি কম ক্ষতিগ্রস্ত হয়। উড়ালপুলের যে অংশ ভাঙ্গা হচ্ছে থর তা সঙ্গে সঙ্গে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে পথচারীদের কোনও অসুবিধে না হয় । প্রথম পর্যায়ের ভাঙ্গার সময়ও বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।

 

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version