Sunday, November 9, 2025

পোস্তা উড়ালপুল ভাঙ্গার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল, যান নিয়ন্ত্রণ হবে বেশকিছু রাস্তায়

Date:

শুরু হলো পোস্তা উড়ালপুল ( posta flyover) ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ ।কলকাতা পুরসভা (kolkata corporation) সূত্রে জানানো হয়েছে উড়ালপুল ভাঙার কাজ চলাকালীন বন্ধ রাখা হবে বিবেকানন্দ রোডের একাংশ। ভাঙার কাজ শেষ না হওয়া পর্যন্ত গণেশ টকিজ থেকে গিরিশ পার্কগামী রাস্তাতেও যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়াও সংশ্লিষ্ট আরো কয়েকটি রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কলকাতা ট্রাফিক পুলিশ নোটিশ জারি করে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। জানানো হয়েছে যতদিন পোস্তা উড়ালপুল ভাঙার কাজ চলবে ততদিন কয়েকটি রাস্তা দিয়ে

ঘুরপথে গাড়ি চালানো হবে। কিছু ক্ষেত্রে রুট বদলে অন্য পথে চালানো গাড়ি চালানো হবে । এমজি রোডে বন্ধ থাকবে ট্রাম চলাচল। এছাড়া, বি কে পাল অ্যাভিনিউ থেকে রবীন্দ্র সরণি পর্যন্ত নিমতলা ঘাট স্ট্রিটে একমুখী যান চলাচল করবে। প্রায় দেড়মাস ধরে চলবে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার দ্বিতীয় পর্যায়ের কাজ।

এর আগে গত জুন মাসে শুরু হয় প্রথম পর্যায়ের উড়ালপুল ভাঙ্গার কাজ। তখনো টানা বেশ কিছুদিন ধরে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে এই ফ্লাইওভার ভাঙ্গার কাজে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। যাতে ভাঙার কম্পন যতসম্ভব কম হয়। তার ফলে উড়ালপুল এর কাছাকাছি থাকা বহুতল বাড়ি দোকানে গুলি কম ক্ষতিগ্রস্ত হয়। উড়ালপুলের যে অংশ ভাঙ্গা হচ্ছে থর তা সঙ্গে সঙ্গে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে পথচারীদের কোনও অসুবিধে না হয় । প্রথম পর্যায়ের ভাঙ্গার সময়ও বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।

advt 19

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version