Thursday, August 21, 2025

‘আসল দুধ না খেলে সোনার দর কী করে বুঝবেন!’ পুরনো তত্ত্বে ফের বিতর্কে দিলীপ

Date:

বছর দুয়েক আগে একবার গরুর দুধে সোনার সন্ধান দিয়ে প্রবল বিতর্কে জড়িয়ে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি(BJP President) দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তবে নিজের বক্তব্যে অটল দিলীপ ফের টেনে আনলেন সেই সোনার(gold) তত্ত্ব। এবার তিনি জানালেন, বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ(cow milk) খান না। যারা আসল দুধ খাননি তারা গরুর দুধে সোনার দর কী করে বুঝবেন? দিলীপের এই মন্তব্যে নতুন করে ফের একবার বিতর্ক উস্কে উঠেছে।

শুক্রবার রাজ্য বিজেপির সদরদপ্তরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায় তখন অনেকে খুব সমালোচনা করেছেন কিন্তু যারা আসল দুধ খাননি তারা সোনার দর বুঝবেন কী করে?” শুধু তাই নয় তিনি আরো বলেন, “পুষ্টির জন্য দুধ খাওয়া প্রয়োজন বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তবে বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ খান না, এমন অবস্থা যে লাল চা খান তারা।” তবে নতুন করে দিলীপের ফের সেই সোনা তত্ত্ব বিতর্কে জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, ‘দিলীপ ঘোষকে অনুরোধ, সোনা দেওয়া গরুকে আমার কাছে পাঠিয়ে দিন। গবেষণা করে দেখা যাবে।’

আরও পড়ুন:উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

উল্লেখ্য, বছর দুয়েক আগে গরুর দুধে সোনার সন্ধান দিয়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি ছিল, গরুর দুধে সোনার ভাগ রয়েছে তাই দুধের রং একটু হলুদ। দেশি গরুর কুঁজে থাকে নাড়ি, তাকে স্বর্ণনাড়ি বলে, সূর্যের আলো পড়লে তা থেকে সোনা তৈরি হয়। এই গরুর দুধে থাকে রোগ প্রতিরোধক শক্তি। দিলীপের সেই মন্তব্য রীতিমতো অবাক হয়ে যান বিশেষজ্ঞরা। শুরু হয় প্রবল বিতর্ক। তবে এতদিন পরেও দিলীপ ঘোষ যে নিজের বক্তব্যে অনড়, তা স্পষ্ট করলেন ফের একবার।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version