Wednesday, August 27, 2025

সিভিক ভলান্টিয়ার নিজস্ব গাড়িতে ‘পুলিশ’ স্টিকার বা লোগো লাগাতে পারবেন না

Date:

সিভিক ভলান্টিয়ার নিজস্ব গাড়িতে ‘পুলিশ’ স্টিকার ‘কলকাতা পুলিশ’ স্টিকার- লোগো লাগাতে পারবেন না। এই মর্মে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার লালবাজার থেকে জয়েন্ট সিপির নির্দেশিকায় বলা হয়েছে যে, কোনও সিভিক ভলান্টিয়ার নিজস্ব গাড়িতে ‘পুলিশ’ কিংবা ‘কলকাতা পুলিশ’ স্টিকার- লোগো লাগাতে পারবেন না। কলকাতা পুলিশের সমস্ত শাখাকে নিয়ম মানতে ও নজরদারি চালাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
প্রতিটি ট্রাফিক গার্ডকে অ্যালার্ট করা হল নীল বাতির সঙ্গে সঙ্গে পুলিশ স্টিকার সাঁটানো গাড়িগুলোর ওপরেও চালাতে হবে বিশেষ নজরদারি। নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। ওই দিন বাঁশদ্রোণী থানা এলাকার কালীবাড়ি ব্রিজে পুলিশ স্টিকার মারা টাটা সুমো গাড়ি ধাক্কা মারে একটি বাইকে। এরপর একটি চার চাকা গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাশে থাকা এক মন্দিরে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় দু’জন। ঘটনাস্থলে পৌঁছায় বাঁশদ্রোণী থানার পুলিশ। ওই গাড়িচালককে জিজ্ঞাসা করে জানা যায়, কলকাতা পুলিশে কর্মরত তাঁর মালিক। তবে, কলকাতা পুলিশের কোন পদে তিনি আছেন সঠিকভাবে জানাতে পারেনি দীপক শর্মা নামে ওই চালক।গোটা ঘটনা কলকাতা পুলিশ কমিশনারের নজরে আসতেই তড়িঘড়ি ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহাকে সঙ্গে নিয়ে বাঁশদ্রোণী থানায় পৌঁছন সিপি সৌমেন মিত্র। সেখানে আসতে বলা হয় ডিসি এসএসডি রশিদ মুনির খানকে।

আরও পড়ুন – ‘খেলা হবে’র পর এবার ত্রিপুরাতে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি দলের
তদন্তে জানা যায়, ওই গাড়ির সত্যিই কোনও পুলিশ কর্মীর নয়। এক সিভিক ভলান্টিয়ারের গাড়ি। তাঁর নাম দেবাশীষ ভট্টাচার্য্য। গ্রেফতার করা হয় গাড়ি চালক দীপক শর্মাকে।
আইনত সিভিক ভলান্টিয়ার গাড়িতে পুলিশ স্টিকার লাগাতে পারে না।কেন ওই সিভিক ভলান্টিয়ার তার গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়েছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version