Monday, August 25, 2025

খানিকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কেরল

Date:

গতকালের তুলনায় খানিকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। পাশাপাশি দৈনিক মৃত্যুও শুক্রবার অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জনের।

আরও পড়ুন: প্রবল বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন। বৃহস্পতিবার তা ছিল ৪৬ হাজার ১৬৪। গোটা অতিমারী পর্বে এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮। সংক্রমণ কমলেও সক্রিয় রোগীর সংখ্যা কমেনি।  গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১১ হাজার ১৭৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হল ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯।

এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। ওনামের জন্যই কেরলে লাফিয়ে বেড়েছে সংক্রমণ বলে মত চিকিৎসকদের। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।  গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলে আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজারের ঘরেই রয়েছে। এরপর যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (১,৫৫৯), অন্ধ্রপ্রদেশ (১,৫৩৯), কর্নাটক (১,২১৩), মিজোরাম (৯০৫), ওড়িশা (৮৪৯), পশ্চিমবঙ্গ (৭১৭) এবং অসম (৫৬২)।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version