Monday, November 10, 2025

আফগানিস্তান থেকে লক্ষাধিক মানুষকে উদ্ধার করেছে আমেরিকা, দাবি হোয়াইট হাউসের

Date:

তালিবান দখলে যাওয়া আফগানিস্তান থেকে লক্ষাধিক মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে আমেরিকা। সেই তালিকায় মার্কিন নাগরিক ছাড়াও অনেক আফগান রয়েছেন। অন্য রাষ্ট্রের নাগরিকেরাও রয়েছেন। এমনই দাবি করল হোয়াইট হাউস।
শুক্রবার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সেই তথ্য জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের সদর দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, গত ১৪ অগস্ট থেকে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৫ হাজার জনকে উদ্ধার করা হয়েছে। যাদের কাবুল থেকে অন্যত্র নিরাপদ স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও  পড়ুন-  ত্রিপুরা: ছাত্রী নিগৃহে বিচার চেয়ে থানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল কুণাল-শান্তনু
গত ১৫ অগস্ট কাবুলের দখল নেয় তালিবান। সেই সঙ্গে প্রায় সমগ্র আফগানিস্তানের দখল চলে যায় ওই জঙ্গিগোষ্ঠীর হাতে। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে মার্কিন বিমান বাহিনী। ভারত বা অন্য দেশের বিমান বাহিনীও উদ্ধার কাজ জারি রেখেছে।

হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুসারে, গত জুলাই মাসের শেষের দিক থেকে পরবর্তী এক মাস সময়ে ১ লক্ষ ১০ হাজার ৬০০ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও চলতি সপ্তাহের বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর চত্বর। সেই সময়েও জারি ছিল মার্কিন বিমানবাহিনীর উদ্ধার কাজ। গত ২৪ ঘণ্টা সময়ে প্রায় ১২ হাজার ৫০০ জনকে কাবুল থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি হোয়াইট হাউসের। মার্কিন সেনার ৩৫টি বিমানে প্রায় সাড়ে আট হাজার জনকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version