Monday, November 10, 2025

সদ্য মা হয়েছেন (new mother) । এখন আর সেলুলয়েডের পর্দায় মাতৃত্বের অভিনয় নয় । সত্যিকারেরই মা হয়ে উঠেছেন নুসরত (nusrat jahan) । যাবতীয় বিতর্ক চাপানউতোর দূরে সরিয়ে এখন নুসরতের প্রতিটা (motherhood) মুহূর্ত কাটছে ছেলেকে নিয়ে। ঠিক কখন ছেলের খিদে পাচ্ছে। কতটা খাওয়াতে হবে । কীভাবে খাবার হজম হবে । কোন কান্নার কী মানে। এসব মন দিয়ে বোঝার চেষ্টা করছেন। অভিনেত্রী নুসরত সন্তানকে যে নিজের হাতেই মানুষ করতে চান তা এখন থেকেই বোঝা যাচ্ছে । তাই সদ্যোজাতকে শিশুদের জন্য নির্ধারিত নার্সারি বেড -এ নয় রাখছেন নিজের কাছেই । নিজের বুকের কাছে । এদিকে নুসরত যখন নিজের ছেলেকে নিয়ে মগ্ন তখন যশ ব্যাকুল মা ও ছেলেকে নিয়ে। সব মিলিয়ে একটি নিটোল পরিবার যে তৈরি হয়ে গিয়েছে তা দিব্যি স্পষ্ট । সমালোচকদের মতে যশের প্রতিমুহূর্তে সদ্যজাত পুত্র এবং মা নুসরতকে সঙ্গ দেওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সন্তানের পিতা কে । নুসরত ছেলের নাম রেখেছেন ঈশান । যশ yash যশ দাশগুপ্তর সঙ্গে মিলিয়ে যে এই নাম yieshan ঈশান রাখা হয়েছে তা নিয়ে কোনো দ্বিধা নেই । যদিও নুসরত বা যশ যতদিন না নিজের মুখে একথা স্বীকার করছেন, ততদিন তা স্পষ্ট করে জানা সম্ভব নয় কারো পক্ষেই।

এদিকে আগামিকাল নুসরতের সদ্যোজাতের থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিন-সহ আরও কিছু পরীক্ষা করা হবে । সন্তান জন্মের ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। নুসরত একটু একটু করে হাঁটতে শুরু করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন নুসরত শারীরিকভাবে এখন সম্পূর্ণ সুস্থ। তবে শিশুপুত্রের পরীক্ষার রিপোর্ট গুলি না আসা পর্যন্ত মা ও সন্তানকে ছাড়া হবে না। রিপোর্ট গুলি চলে এলে চিকিৎসকরা ছাড়ার কথা বিবেচনা করবেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ নাগাদ পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। জন্মের পর শিশুর ওজন ছিল ২.৯ কেজি।

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...
Exit mobile version