Monday, May 19, 2025

মোদি সরকার একাধিক রাষ্ট্রায়ত্ত প্রকল্পকে বিক্রি করে দিচ্ছে। এই নীতির তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নরেন্দ্র মোদির এই নীতিকে সমালোচনা করে বলেছেন, ‘দেশের সম্পত্তিকে কেউ যেন নিজের সম্পত্তি না ভাবে। এভাবে বিক্রি করা যাবে না।’

আরও পড়ুন-দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছেন বিদেশ সচিব

বস্তুত দেশজুড়ে ওঠা মোদি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদের ঝড় উঠেছে তখন ইউনেস্কোর হেরিটেজ প্রকল্প দার্জিলিংয়ের টয় ট্রেনকে বেসরকারির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মোদি সরকার। রাগে ফুঁসছে উত্তরবঙ্গবাসী। স্বাভাবিকভাবেই আন্দোলন শুরু হয়েছে। সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেড়িয়ে আসা অনিত থাপার নেতৃত্বে শুক্রবার সুকনা থেকে দার্জিলিংয়ের ঘুম পর্যন্ত সব কটি স্টেশনে বিক্ষোভ হয়। এ বিষয়ে শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক। ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন উত্তরবঙ্গ-সহ দেশের গৌরব। উত্তরবঙ্গবাসীর আবেগের সঙ্গে জড়িত। বেসরকারি হাতে চলে গেলে এই খেলনা গাড়ির আনন্দ উপভোগ সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাবে। এসজেডিএর নব নিযুক্ত চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘এ দেশ বেচার সরকার। একে একে সবই বেচে দিচ্ছে বিজেপি সরকার। ২০২৪-ই এদের শেষ। ততদিন-ই বেচবেন।’

আরও পড়ুন-মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক, জরুরি অবতরণ বাংলাদেশগামী বিমানের

টয় ট্রেনের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের আবেগ। একদিকে প্রায় দেড় বছর পর টয় ট্রেনের যাত্রা শুরু হওয়ায় পর্যটকেরা খুশি। সেখানে টয় ট্রেন বেসরকারি হাতে চলে গেলে অতিরিক্ত ভাড়া গোনার আশঙ্কায় ভুগছেন তাঁরা। এই অবস্থায় টয় ট্রেনের পথ চলা পর্যটকদের অভাবে আবার বন্ধ হওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন পাহাড় সহ শিলিগুড়ির পর্যটন ব্যাবসায়ীরা।

 

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version