Thursday, August 21, 2025

দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছেন বিদেশ সচিব

Date:

আগামী সপ্তাহে ভারত-মার্কিন(India America) দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা(Harshvardhan Singla)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিদেশ মন্ত্রকের(foreign ministry) মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi)। শুধু তাই নয় এই সফরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ভারত। এদিকে বিদেশ সচিবের আমেরিকা সফরে আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

শুক্রবার আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানোর বিষয়ে এক সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, যে সকল ভারতীয় আফগানিস্তান থেকে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদের বেশিরভাগকেই ইতিমধ্যে ফেরানো হয়েছে। এখনো কিছু মানুষ এখানে আটকে রয়েছেন। আফগানিস্তান থেকে শেষ যে বিমান ভারতে এসেছে তাদের ৪০ জন ছিলেন। আমাদের কাছে খবর রয়েছে বিমানবন্দরে পৌঁছতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। কিছু আফগান হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষ গত ২৫ আগস্ট বিমানবন্দরে পৌঁছতে পারেননি। যদিও এখনো পর্যন্ত কাবুল থেকে ছটি আলাদা আলাদা বিমানে ৫৫৯ জনের বেশী মানুষকে ভারতে আনা হয়েছে তাদের মধ্যে ২৬০ জনের বেশি ভারতীয়। এর পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে হর্ষবর্ধন শ্রিংলা আমেরিকা সফরের বিষয়টি প্রকাশ্যে আনেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি

এদিকে আফগানিস্তানের এই উত্তাল পরিস্থিতির মাঝেই ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন। ভারতীয় আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সে খবর আগেই জানানো হয়েছিল সরকারের তরফে। যদিও আফগানিস্তান নিয়ে এখনো কোনো নীতি ভারত সরকার নেয়নি। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অনুমান করা হচ্ছে আফগানিস্তান ইস্যুতে আলোচনা হতে পারে এই দ্বিপাক্ষিক বৈঠক। যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

 

Related articles

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...
Exit mobile version