ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। যুব সম্প্রদায়কে চাকরির টপ থেকে মহিলাদের ভাতা। তবে এবার তিনি থমকে গেলেন সংখ্যালঘুদের সামনে। বকেয়া বেতনের দাবিতে সামনে মুখ্যমন্ত্রী নীতীশকে পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন বিহারের মাদ্রাসার শিক্ষকরা (Madrasa teachers)।
বিহারের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিরাট কাজ করেছে নীতীশ সরকার। মাদ্রাসা বোর্ডগুলিকে স্বীকৃতি থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষকদের বেতন নিয়ে সরকারের ঢালাও প্রশংসা শুরু করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনার (Patna) বাপু সভাঘরে এই বক্তৃতা চলাকালীন বিহারের জোট সরকারের পর্দা ফাঁস করে দেন মাদ্রাসার শিক্ষকরা।
আরও পড়ুন: ২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর
আচমকাই এক শ্রেণীর শিক্ষক উঠে দাঁড়িয়ে দাবি করেন তাঁদের বেতন দীর্ঘদিন ধরে বকেয়া। এর আগে একাধিকবার তাঁরা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করেছেন। কিন্তু নীতীশ কুমারের সরকার তাঁদের কোন কথায় কান দেয়নি। বেগতিক দেখে মঞ্চ থেকেই নিজে হাতে শিক্ষকদের লিখিত অভিযোগ সংগ্রহ করেন নীতীশ কুমার (Nitish Kumar)। সেই সঙ্গে বিহার পুলিশ দ্রুত তৎপরতার সঙ্গে বিক্ষোভকারীদের সভা ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
–
–
–
–
–
–