Friday, November 21, 2025

ত্রিপুরা: তৃণমূলের চাপে নিগৃহীতা ছাত্রীর গোপন জবানবন্দিতে রাজি পুলিশ

Date:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের ২৪ ঘণ্টা আগে ত্রিপুরায় ছাত্রছাত্রীদের উপর হামলা চালাল বিজেপি। আগরতলার মহারাজা বীরবিক্রম কলেজে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা যখন প্রতিষ্ঠাদিবসের প্রস্তুতি চালাচ্ছিলেন, তখনই হঠাৎই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপির কর্মীরা৷ তাদের সঙ্গে ছিল বিজেপি যুবমোর্চার কিছু সমর্থক ও কয়েকজন বহিরাগত৷ কলেজের ছাত্রী ও তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী সোলাঙ্কি সেনগুপ্তকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে প্রবল হেনস্থা করে বিজেপি গুন্ডারা। বেশ কিছুক্ষণের জন্য সোলাঙ্কির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ঘটনা শুনেই দলের তরফে কলকাতা থেকে আগরতলা পৌঁছন সাংসদ ডাঃ শান্তনু সেন ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আগরতলার পূর্ব মহিলা থানায় হাজির হয়ে তাঁরা দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। শান্তনু ও কুণালের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন ত্রিপুরার নেতা সুবল ভৌমিক, আশিসলাল সিং, পার​মিতা সেন প্রমুখ। পুলিশের কাছে তৃণমূল কংগ্রেস নেতারা দাবি তোলেন, গণতান্ত্রিক এক কর্মসূচির উপর তালিবানি কায়দায় হামলা চালাল বিজেপি। তারপরেও কোনও গ্রেফতার নেই কেন? সোলাঙ্কিকে তুলে নিয়ে গিয়ে চূড়ান্ত হেনস্থা করার পর কেন সেই অভিযুক্তকে ধরেনি পুলিশ?

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এসডিপিও রমেশ যাদবের গায়েও হাত তুলে নিগ্রহ করেছে বিজেপির গুন্ডারা। তারপরেও পুলিশ কীভাবে নিষ্ক্রিয়? তৃণমূল নেতৃত্বের প্রশ্নবাণের মুখে অপ্রস্তুত পুলিশ জানায়, মূল অভিযুক্ত পলাতক৷ তাকে খোঁজা হচ্ছে। অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত তৃণমূল নেতারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন। শেষ পর্যন্ত তৃণমূলের চাপে নিগৃহীতা ছাত্রী সোলাঙ্কির বিচারকের সামনে গোপন জবানবন্দি করাতে রাজি হয় পুলিশ। এদিনের এই ঘটনায় সোলাঙ্কি ছাড়াও আক্রান্ত হন হিমাদ্রিশেখর বণিক, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, শক্তিপ্রতাপ সিং৷

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! অধ্যাপকের বিরুদ্ধে FIR

 

Related articles

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...
Exit mobile version