Tuesday, August 26, 2025

দলগঠনে কি বড় চমক দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)? সূত্রের খবর এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagan) গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে( Arindam Bhattacharya) সই করাতে চলেছে লাল-হলুদ শিবির। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সুবজ-মেরুন ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন অরিন্দম। এরপরই লাল-হলুদে আসা সম্ভাবনা জড়ালো হয় এই বঙ্গ গোলরক্ষকের।

গতমরশুমে গোলপোস্টের নিচে এটিকে মোহনবাগানকে ভরসা দিয়েছিলেন অরিন্দম। কিন্তু চলতি বছর মুম্বইসিটি এফসির অমরিন্দর সিংকে সই করায় মোহনবাগান। দলে অমরিন্দর আসায় এএফসি কাপে দলে জায়গা হয়নি অরিন্দমের। এরপরই কোচ হাবাসের সঙ্গে কথাও বলেন তিনি। আইএসএলে প্রথম একাদশে জায়গা হওয়া নিয়ে সংশয় দেখা দেয় বাঙালি গোলরক্ষকের। এরপরই টিম ম‍্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন তিনি।

এদিকে এসসি ইস্টবেঙ্গলের গতমরশুমে দলকে ভরসা দেওয়া গোলরক্ষক দেবজিত মুজমদার ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইএফসির পথে পা বাড়িয়ে রয়েছেন।  লাল-হলুদের গোলরক্ষক বলতে এখন রয়েছেন শঙ্কর রায়। সেক্ষেত্র দলের তিনকাঠি মজবুত করতে তৎপর লাল-হলুদ ম‍্যানেজমেন্ট।  সূত্রের খবর অরিন্দমের সঙ্গে একপ্রস্থ কথা এগিয়েছে এসসি ইস্টবেঙ্গলের। সব কিছু ঠিক থাকলে এসসি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন অরিন্দম ভট্টাচার্য।

এদিকে শোনা যাচ্ছে, কেরলা ব্লাস্টার্সের স্ট্রাইকার শুভ ঘোষকেও দলে নিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের নজরে রয়েছেন মিডফিল্ডার রোমারিও জেসুরাজও। এছাড়াও এফসি গোয়ার তরুণ ডিফেন্ডার সেরিনিও ফার্নান্ডেজকে সই করাতে চাইছে লাল-হলুদ।

আরও পড়ুন:এসসি ইস্টবেঙ্গলের দলগঠনের কাজে সাহায্য করতে পারছেন না বাইচুং

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version