Sunday, November 16, 2025

যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক চান মমতা

Date:

করোনাকালে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ভার্চুয়াল ভাষণ দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। প্রথমে দলের কাজে ছাত্র-যুবদলের যোগদানের জন্য অভিনন্দন জানান মমতা এরপরে রাজ্যে তৃণমূল সরকারের আমলে উন্নয়নমূলক কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। সেটা রক্ষা করতে সব মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকতে আগ্রহী মমতা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়ালের হেনস্থার শিকার হতে হচ্ছে।

আরও পড়ুন: জঙ্গলরাজ চলছে, সব তুলে রাখছি আমরা: বাঁধারঘাট পৌঁছে BJP-কে হুঁশিয়ারি কুণালের

এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী উল্লেখ করেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের নাম। মমতা অভিযোগ করেন, ভোটে যাতে অংশগ্রহণ না করতে পারেন, তার জন্য লালুপ্রসাদ যাদবকে জেলে বন্দি করে রাখা হয়েছিল।

টিকার শংসাপত্রে নরেন্দ্র মোদির ছবি লাগানো নিয়েও এদিন ফের কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁদের শংসাপত্রেও কি আপনার ছবি দেওয়া থাকবে?” রাজ্য যখন টিকা কিনছিল, তখন তাঁর ছবি দিতে বারণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, টিকার শংসাপত্রে জাতীয় পতাকার ছবি দেওয়া হোক। জাতীয় পতাকার থেকে বড় কিছু হতে পারে না।

দেশে নির্বাচনী আইন সংশোধনের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দলকে চাঁদা নিতে হয়। তবে সেটা বন্ধ করে দেওয়া হোক। নির্বাচনী আইন সংশোধন করুক কেন্দ্র। সব খরচ বহন করবে নির্বাচন কমিশন। চাঁদা নিতে হবে না। “চাঁদা না নেওয়ার পক্ষে আমি। নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলির হয়ে ভোট করাক। আমরা শুধু ভাষণ দেবে”

যুক্তরাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া সমস্ত বিষয় নিয়েই এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানেও সর্বভারতীয় ক্ষেত্রে অ-বিজেপি দলগুলিকে একজোট হওয়ার বার্তা দেন তিনি।

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version