মোদির বেসরকারিকরণ নীতির তীব্র সমালোচনা করে টুইট বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যমের

বিরোধীরা নয়, এবার দলের মধ্য থেকেই সমালোচনার ঝড় উঠলো মোদি সরকারের(Modi govt) বিরুদ্ধে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের(Nirmala sitharaman) ঘোষণা করা ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন পলিসি’ নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেই। জল, স্থল এবং আকাশ পথ জুড়ে সরকারের এই বেসরকারিকরণের নীতিতে সমর্থন নেই কোন বিরোধী দলেরই ,কিন্তু এবার নিজের দলের নেতার কাছেই সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকারের নীতি।

আরও পড়ুন:কলকাতার বুকে উদ্ধার বিপুল আফগানি মুদ্রা! গ্রেফতার ২

রবিবার দলের বর্ষিয়ান এবং বিক্ষুব্ধ নেতা বলে পরিচিত ডক্টর সুব্রহ্মণ্যম স্বামী(Subramanyam Swami) টুইট করে জানান। জনগণের সম্পত্তি বা পাবলিক সেক্টর বিক্রি বা বেসরকারিকরণ তখনই করা হয়, যখন অর্থনৈতির চরম অবনতি হয়। আর এটা একটা সরকারের মানসিক অবনতি বা হতাশার চরম লক্ষণ। তার মতে বেসরকারিকরণের মতো সিদ্ধান্ত কখনোই একটা সুস্থ বা আদর্শগত নীতি হতে পারেনা। তিনি সরাসরি ভাবে কেন্দ্রীয় সরকারকেকে আক্রমণ করে বলেন, মোদি সরকার কখনই এটা অস্বীকার করতে পারেন না যে ২০১৬ র পর থেকে জিডিপি বৃদ্ধির হার প্রত্যেক কোয়ার্টারেই ক্রমশ নিম্নমুখী হচ্ছে। আর সি এস ডাটাতে সেটা স্পষ্টভাবে উল্লেখও আছে।এইভাবে সরকারি সম্পত্তিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার নীতিকে প্রথম থেকেই সমালোচনা করে এসেছে তৃণমূলসহ অন্যান্য বিরোধী দলেরাও। সেই সমালোচনার ঝড় উঠলো এবার বিজেপির অন্দর মহল থেকেই।

advt 19

 

Previous articleভোট-পরবর্তী হিংসা মামলা : তুফানগঞ্জের চিলাখানায়, সোনারপুরের খেয়াদায় সিবিআই
Next articleপ্রকাশিত হল গাইডলাইন, সপ্তাহে ৪ দিন ‘দুয়ারে রেশন’ রাজ্যের গ্রাহকদের