Wednesday, August 20, 2025

ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহ। দেখে মেজাজ হারালেন সিপিআইএমের (Cpim) রাজ্য সম্পাদক বিমান বসু (Biman Bose)। যেখানে সব জায়গায় গেলেই বামেদের বিধানসভায় ‘শূন্যের’ খোঁচা শুনতে হচ্ছে, সেখানে ভিড়ে ঠাসা সভা দেখেতো উৎফুল্ল হওয়া উচিত! কিন্তু কেন রেগে গেলেন বিমান? কারণটা একেবারেই আলাদা। করোনাকালে মাস্ক ছাড়া, শারীরিক দূরত্বও বিধি না মেনে সভা করায় ক্ষুব্ধ বর্ষীয়ান সিপিআইএম নেতা। বললেন, “এটা অপরাধ”।

আরও পড়ুন – রাজ্যে উন্নয়নের জোয়ার: মুখ্যমন্ত্রীর কাছে কাজের আর্জি কাবুল ফেরত তরুণের

রবিবার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর (Sudarshan Roychowdhudy) স্মরণসভা ছিল শ্রীরামপুরে। শহরের রবীন্দ্র ভবনে সিপিআইএম হুগলি জেলা সংগঠন আয়োজিত ওই সভায় কোভিড বিধিভঙ্গের ছবি দেখা যায়। যেখানে প্রেক্ষাগৃহে 50% দর্শক নিয়ে অনুষ্ঠান করার কথা সেখানে কোনও আসনই ফাঁকা ছিল না। পাশাপাশি, বসা বাম নেতা-কর্মীদের অনেকের মুখেই মাস্ক ছিল না। কারও কারও মাস্ক থাকলেও, সেটা সটিকভাবে পরা ছিল না। সেটা দেখেই রেগে যান বিমান বসু। করোনা পরিস্থিতিতে সভাকক্ষে বিধি-ভাঙা ভিড় পছন্দ হয়নি তাঁর। নিজের বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘‘এই হলের মধ্যে যে ভাবে সভা হচ্ছে, সে ভাবে হওয়া উচিত নয়। কারণ, অনেক কমরেডের মুখে মাস্ক (Musk) থাকলেও, আমি ভাল করে দেখার চেষ্টা করেছি, যাঁরা উপস্থিত আছেন, তাঁদের অনেকের মুখেই মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করে এত ঘন ভাবে নিয়ে বসাটা অপরাধ।’’ তার মন্তব্যে অস্বস্তিতে পড়েন আয়োজকরা। অনেকে তার কথা শুনে থুতনিতে ঝোলানো মাস্ক ঠিক করে পড়ে নেন। তবে সভার হাল দেখে বেশিক্ষণ সেখানে থাকেননি বিমান। দীর্ঘদিনের সহযোদ্ধা সুদর্শন রায়চৌধুরীর স্মৃতিচারণায় স্বল্প বক্তব্য রেখেই বেরিয়ে যান। তবে, এই মন্তব্য করে শুধু নিজের দলের নেতাকর্মীদেরই নয়, জনগণকেও মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বিধি মানার বার্তা দিলেন এই বর্ষীয়ান নেতা।

 

 

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...
Exit mobile version