Monday, November 10, 2025

ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহ। দেখে মেজাজ হারালেন সিপিআইএমের (Cpim) রাজ্য সম্পাদক বিমান বসু (Biman Bose)। যেখানে সব জায়গায় গেলেই বামেদের বিধানসভায় ‘শূন্যের’ খোঁচা শুনতে হচ্ছে, সেখানে ভিড়ে ঠাসা সভা দেখেতো উৎফুল্ল হওয়া উচিত! কিন্তু কেন রেগে গেলেন বিমান? কারণটা একেবারেই আলাদা। করোনাকালে মাস্ক ছাড়া, শারীরিক দূরত্বও বিধি না মেনে সভা করায় ক্ষুব্ধ বর্ষীয়ান সিপিআইএম নেতা। বললেন, “এটা অপরাধ”।

আরও পড়ুন – রাজ্যে উন্নয়নের জোয়ার: মুখ্যমন্ত্রীর কাছে কাজের আর্জি কাবুল ফেরত তরুণের

রবিবার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর (Sudarshan Roychowdhudy) স্মরণসভা ছিল শ্রীরামপুরে। শহরের রবীন্দ্র ভবনে সিপিআইএম হুগলি জেলা সংগঠন আয়োজিত ওই সভায় কোভিড বিধিভঙ্গের ছবি দেখা যায়। যেখানে প্রেক্ষাগৃহে 50% দর্শক নিয়ে অনুষ্ঠান করার কথা সেখানে কোনও আসনই ফাঁকা ছিল না। পাশাপাশি, বসা বাম নেতা-কর্মীদের অনেকের মুখেই মাস্ক ছিল না। কারও কারও মাস্ক থাকলেও, সেটা সটিকভাবে পরা ছিল না। সেটা দেখেই রেগে যান বিমান বসু। করোনা পরিস্থিতিতে সভাকক্ষে বিধি-ভাঙা ভিড় পছন্দ হয়নি তাঁর। নিজের বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘‘এই হলের মধ্যে যে ভাবে সভা হচ্ছে, সে ভাবে হওয়া উচিত নয়। কারণ, অনেক কমরেডের মুখে মাস্ক (Musk) থাকলেও, আমি ভাল করে দেখার চেষ্টা করেছি, যাঁরা উপস্থিত আছেন, তাঁদের অনেকের মুখেই মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করে এত ঘন ভাবে নিয়ে বসাটা অপরাধ।’’ তার মন্তব্যে অস্বস্তিতে পড়েন আয়োজকরা। অনেকে তার কথা শুনে থুতনিতে ঝোলানো মাস্ক ঠিক করে পড়ে নেন। তবে সভার হাল দেখে বেশিক্ষণ সেখানে থাকেননি বিমান। দীর্ঘদিনের সহযোদ্ধা সুদর্শন রায়চৌধুরীর স্মৃতিচারণায় স্বল্প বক্তব্য রেখেই বেরিয়ে যান। তবে, এই মন্তব্য করে শুধু নিজের দলের নেতাকর্মীদেরই নয়, জনগণকেও মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বিধি মানার বার্তা দিলেন এই বর্ষীয়ান নেতা।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version