Friday, August 22, 2025

হারের দায় স্বীকার করতে মেরুদণ্ড লাগে, সৎসাহস নেই বিজেপির! বিস্ফোরক টুইট তথাগতর

Date:

ফের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির (BJP) বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। বিভিন্ন সময়ে দলের নীতি বা রাজনৈতিক কৌশল নিয়ে বিষোদগার করেছেন গেরুয়া শিবিরের এই বর্ষীয়ান নেতা। কিন্তু এদিন টুইট করে যা বললেন, তা কার্যত সবকিছুকে ছাপিয়ে গেলো।

একুশে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে-পরে নানাভাবে দলের বিরুদ্ধে বলা ভালো রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিভিন্ন ইস্যুতে তোপ দেগেছেন তথাগতবাবু। যার জন্য দলকে কম বিড়ম্বনায় পড়তে হয়নি। এদিন তারই নয়া সংযোজন। যা বাংলার রাজনীতিতে যথারীতি আলোড়ন ফেলে দিয়েছে।

এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় দলীয় নেতৃত্বকে কটাক্ষ করে এক টুইটে লেখেন, “নির্বাচনের আগে বলত, উনিশে হাফ, একুশে সাফ। নির্বাচনের পরে বলে, তিন থেকে সাতাত্তরে তুলেছি। দায় স্বীকার করতে হলে মেরুদন্ড ও সৎসাহস দরকার। যারা হারের কারণ বিশ্লেষণ করতেই ভয় পাচ্ছে, বা হারকে জয় বলে চালাচ্ছে তারা করবে দায় স্বীকার ?”

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে তথাগত রায়ের এই টুইট খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এদিন দুপুরে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। লাইনে আরও অনেক বিজেপি বিধায়ক ও জেলার নেতারা রয়েছেন বলে জানা গিয়েছে। বিশেষ করে বিজেপির সাংগঠনিক জেলার বিধায়ক ও দলীয় নেতারা তৃণমূলে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। আর এদিন তথাগত রায়ের নিশানায় যে দিলীপ ঘোষরা ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- মেধাবী পড়ুয়াদের বিনামূল্যে জয়েন্টের প্রশিক্ষণের সুযোগ, উদ্যোগ তৃণমূল বিধায়কের

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version