রাজ্যে উন্নয়নের জোয়ার: মুখ্যমন্ত্রীর কাছে কাজের আর্জি কাবুল ফেরত তরুণের

একটু ভালো থাকার আশায় গিয়েছিলেন আফগানিস্তানের (Afghanistan) ফুড সার্ভিসে চাকরি করতে। কিন্তু এক মাস আগের থেকে তালিবানের (Taliban) দাপটে দিনরাত আতঙ্কে কেটেছে সেদেশে। তারপর কোনোরকমে প্রাণ হাতে করে বাড়ি ফেরা। আর সেখানে যেতে চান না নদিয়ার (Nadia) তাহেরপুরের সুপ্রিয় ধর (Supriyo Dhar)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উন্নয়নমূলক কাজ দেখে তিনি আপ্লুত। সেই কারণেই তিনি চান, রাজ্য সরকার যদি তাঁদের জন্য কোনও কাজের ব্যবস্থা করে।

আরও পড়ুন – বিজেপি ফাঁকা গলায় বেশি আওয়াজ দেয়, তৃণমূলে যোগ দিয়ে বললেন বিষ্ণুপুরের বিধায়ক

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গোঘাটের এক অনুষ্ঠানে সুপ্রিয়কে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে তিনি বলেন, “আমার আর্জি মুখ্যমন্ত্রী আমাদের কথা একটু ভেবে দেখুন”।

২০১৭-সাল থেকে আফগানিস্থানে কাজ করছেন সুপ্রিয়। কিন্তু গত একমাসে সেখানকার যা অবস্থা দেখেছেন তা অবর্ণনীয়। এখনও তাঁর মুখে আতঙ্কের ছাপ। সেখানে বসেই তিনি রাজ্যের উন্নয়নের খবর পেতেন। সহকর্মীদের সঙ্গে তা নিয়ে আলোচনা হয়েছে বহুবার। এবার ফিরে এসে আর আফগানিস্তানে যেতে চান না তিনি। এখানেই যদি সরকারি কোনও প্রকল্পের সুপ্রিয় ও তাঁর মতো আফগানিস্তান থেকে আসা মানুষদের কাজের সংস্থান হয়, তার আবেদন জানিয়েছেন এই তরুণ।