Sunday, November 9, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাস যোজনা, ঘর পেলেন গরিবরা

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন বাংলা আবাস যোজনা। রাজ্য সরকারের নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে শিলিগুড়ি পুরসভার ১ হাজার ৮২৪ জন আবেদনকারীর জন্য ৬০ কোটি ৭৩ লক্ষ ৯২ হাজার টাকা অনুমোদন করেছে। ২০১৮-১৯ সালে শিলিগুড়ি পুরসভায় এই প্রকল্পে ২ হাজার ৭৩০টি আবেদনপত্র জমা পড়ে। ওই আবেদনপত্র যাচাই করে শিলিগুড়ি পুরসভার ১ হাজার ৮২৪ জনকে বাংলা আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য চিহ্নিত করা হয়।

আরও পড়ুন-চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে! নিশীথের নির্দেশে বোমা তৈরি করে হত হামলা

২০২০ সালে পাকা ঘর তৈরির জন্য এই ১ হাজার ৮২৪ জনের মধ্যে প্রথম ধাপে ৮ কোটি ৯৪ লক্ষ ১৬ হাজার টাকা বণ্টন করা হয়েছে। আবাস যোজনার অ্যাকাউন্টে আরও ৬ কোটি ৯৮ লক্ষ টাকা এসেছে। যা শীঘ্রই প্রাপকদের মধ্যে বণ্টন করা হবে। জানালেন শিলিগুড়ি পুরসভার হাউসিং ফর অল-এর দায়িত্বে থাকা সহকারী ইঞ্জিনিয়ার সন্দীপ রায়। তিনি বলেন, পুরসভার পক্ষ থেকে ১ হাজার ৮২৪ জনকে পাকা ঘর তৈরি করে দেওয়ার জন্য রাজ্য সরকারের নগর উন্নয়ন দফতরের তরফে ৩ লক্ষ ৩৩ হাজার করে মোট ৬০ কোটি ৭৩ লক্ষ ৯২ হাজার টাকা অনুমোদিত করা হয়েছে। জানুয়ারি ২০২০ থেকে জুলাই ২০২১ পর্যন্ত ১৫ কোটি ৯২ লক্ষ ৩৮ হাজার টাকা পুরসভাকে দেওয়া হয়েছে। আরও ৪৪ কোটি ৮১ লক্ষ ৫৪ হাজার টাকা নগর উন্নয়ন দফতর থেকে পাওয়া যাবে। সন্দীপ রায় বলেন, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে দ্রুততার সঙ্গে কাজ চলছে। যদিও সার্ভে, নথি সংগ্রহ ও যাচাই সময়সাপেক্ষ ব্যাপার।

আরও পড়ুন-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরেও পাশ ১০০ শতাংশ পরীক্ষার্থী

এদিকে বাংলার আবাস যোজনায় পাকা ঘর পেয়ে মুখ্যমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা শিবানী চক্রবর্তী। তিনি জানান, স্বামী পেশায় পুরোহিত। সামান্য আয়ে তিন ছেলেমেয়ের পড়াশোনা, মেয়েদের বিয়ে ইত্যদিতে সর্বস্বান্ত হয়ে বসেছিলাম। এদিকে বর্ষায় ঘরের টিনের চাল ফুটো হয়ে জল পড়লেও ঘর বানানোর কোনও উপায় ছিল না। এবার মুখ্যমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। ছাদ তৈরি হলে এই নরকযন্ত্রণা থেকে মুক্ত হব।

 

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version