Wednesday, August 27, 2025

আত্মঘাতী চিকিৎসক! কুৎসার চেষ্টা বিরোধীদের, স্বজনপোষণ হয়নি: শান্তনু

Date:

সরকারি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে কুৎসা ছড়ানোর চেষ্টা বিরোধীদের। নিন্দা সবমহলে। ফেসবুক পোস্টের (Facebook Post) আধঘণ্টার মধ্যেই আত্মহত্যার চেষ্টা! অভিযোগ, আত্মঘাতী সরকারি চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য (Doctor Abantika Bhattacharya)। আর সেই মৃত্যুকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়াতে নেমে পড়েছে বিরোধীরা। IMA-র রাজ্য সম্পাদক তথা তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “চিকিৎসকের মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু বদলির ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ মানছি না। রাজ্য সরকারের বদলি নীতি স্বচ্ছ”। উল্টে তিনি বলেন, সুবিধাজনক জায়গায় বদলির জন্য প্রক্রিয়া অনেক সরল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে, একটি মৃত্যু নিয়ে যেভাবে বিরোধীরা যেভাবে রাজনীতি করতে নেমে পড়েছে, সেটা অত্যন্ত নিন্দাজনক বলে মন্তব্য করেন শান্তনু সেন।

আরও পড়ুন-বিপ্লবের মন্ত্রিসভায় ব্রাত্য সুদীপ ও তাঁর ঘনিষ্ঠরা, বাড়ছে তৃণমূল যোগের জল্পনা

১৬ অগাস্ট বিকেল সাড়ে ৩টে নাগাদ নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন অবন্তিকা ভট্টাচার্য। অভিযোগ, এই পোস্টের আধঘণ্টার মধ্যেই বেহালার বাড়িতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে এসএসকেএম-এ (SSKM) ভর্তি করা হয়। ষাট শতাংশ পোড়ার ক্ষত নিয়ে রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় ওই চিকিৎসকের।

৮ বছর মেদিনীপুর মেডিক্যাল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে সহকারি চিকিৎসক হিসেবে ছিলেন অবন্তিকা। সেখান থেকে তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ বদলি করা হয়। অবন্তিকার স্বামীও চিকিৎসক। তিনি মুর্শিদাবাদে কর্মরত। তাঁদের আট বছরের কন্যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।এই মৃত্যুর বিষয়ে অভিযোগ এলে তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন শান্তনু সেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version