১৩ জানুয়ারি থেকে শুরু রঞ্জি ট্রফি, কলকাতায় হতে পারে নক আউটপর্ব-সহ ফাইনাল ম‍্যাচ

করোনার ( corona) কারণে গতবছর রঞ্জি ট্রফি ( Ranji Trophy )আয়োজন করা না হলেও, চলতি বছর রঞ্জি ট্রফি আয়োজন করতে চলেছে বিসিসিআই( Bcci) । ২০২২ এর ১৩ জানুয়ারি থেকে শুরু হবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। সূত্রের রঞ্জি ট্রফির নক আউটপর্ব-সহ ফাইনাল হতে চলেছে কলকাতায়( Kolkata) ।

সূত্রের খবর কলকাতায় আবার বসতে চলেছে নক আউটপর্ব-সহ ফাইনালের আসর। তবে নক আউটপর্ব শুরুর আগে আবার নতুন করে পাঁচ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে দলগুলোকে। তারপরই প্র্যাক্টিস করার ছাড়পত্র পাবে তারা। করোনার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই কোয়ারেন্টাইন পর্ব। কোয়ার্টার ফাইনাল শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। সেমিফাইনাল হবে ৮-১২ মার্চ। আর ফাইনাল হওয়ার কথা রয়েছে ১৬-২০ পর্যন্ত।

জানা গিয়েছে করোনার কারণে পাঁচ দিনের কোয়ারেন্টাই পর্ব এবং দু’দিনের প্র্যাক্টিসের পরই মুম্বইয়ে শুরু হয়ে যাবে গ্রুপ লিগের খেলা। সূত্রের খবর খেলাগুলো হবে মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদ, তিরুবন্তপুরম এবং চেন্নাইয়ে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস