Saturday, August 23, 2025

দু সপ্তাহের মধ্যে ফের ২৫ টাকা বেড়ে রান্নার সিলিন্ডারের দাম হল ৯১১

Date:

দুই সপ্তাহর মধ্যে ফের বাড়ল (price hike of gas cylinder) গ্যাসের দাম । এক ধাক্কায় ২৫ টাকা বেড়ে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হল ৯১১ টাক।

 

গত বছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কয়েক ধাপে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩২৭ টাকা। এর আগে গত ১৭ অগাস্ট ২৫ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের। তারপর আজ ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। সব মিলিয়ে সপ্তাহ দুয়েকের মধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। দেখা যাচ্ছে পরপর তিন মাসের পর পর দাম বাড়ানো হলো।

 

এর ফলে, কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ৯১১ টাকা দাম হল। অন্যদিকে, ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম ৯ টাকা বেড়ে হয়েছে ৩৩৫ টাকা। পাশাপাশি বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।

স্বাভাবিকভাবেই এইভাবে ক্রমেই দাম বাড়তে থাকায় নাভিশ্বাস মধ্যবিত্তের । গ্যাস ছাড়া এখন একপা চলে না। হেঁশেলের যা কিছু সবই গ্যাস । কারণ বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠ কয়লার উনুন বা কেরোসিন স্টোভ বহু পরিবারই অমিল । তাই গ্যাস ছাড়া রান্না হবে কীভাবে তাই নিয়ে এখন মধ্যবিত্তের গৃহিণীদের মাথায় হাত। এদিকে পেট্রোল-ডিজেলের দামও আকাশছোঁয়া । সব মিলিয়ে ঘরে এবং বাইরে গ্যাস ও জ্বালানির আগুন দামে প্রতিটি সংসারের হাঁড়ির হাল।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version