শাড়ি -গয়নার নজরকাড়া পুজোর সাজ নিয়ে হাজির ‘অ্যাস্থেটিক’

পুজো (Durga Puja) আসছে । থেকে থেকে যতই ঝমঝমিয়ে বৃষ্টি হোক না কেন, পেঁজা তুলোর মতন মেঘ নীল আকাশে ভেসে জানান দিচ্ছে মা আসছেন। আর পুজো আসছে মানেই পুজোর সাজ ।

আর কেনাকাটা না করলে পুজোর সাজ কি সম্পূর্ণ হতে পারে ? কখনোই না। যতই করোনার চোখ রাঙানি থাকুক না কেন পুজোর চারদিন বাঙালি রঙিন হয়ে সেজে উঠবে না তা কখনো হতে পারে না। পোশাকের সঙ্গে রংমিলন্তি মাস্ক পরে, স্যানিটাইজার নিয়ে স্বপরিবারে, স্ববান্ধব ঘুরতে না বেরোলে বাঙালির কাছে আর পুজোর মানে কি রইল ?

আর এই আনন্দের শুভ সূচনা হয়ে গেল আজ । ‘ অ্যাস্থেটিক’ (Aesthetique) সংস্থার হাত ধরে । সঞ্চিতা ঘোষ এবং মৈত্রেয়ী পাঠকের সংস্থা “অ্যাস্থেটিক’ একটি প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে শাড়ি, পোশাক থেকে শুরু করে শাল , ব্যাগ , গয়না, ঘর সাজানোর শৌখিন দ্রব্যাদি ইত্যাদি নানা ধরনের সামগ্রী পেয়ে যাবেন।

প্রদর্শনীটি শুরু হয়েছে আজ ২ সেপ্টেম্বর । চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত । ঠিকানা : ভিকি গার্ডেনস, ২৪৭ পূর্ণ দাস রোড, কলকাতা ২৯ । আজ এই মনকাড়া প্রদর্শনীর উদ্বোধন করেন মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা । এই প্রদর্শনীতে সারাদেশের ৫০ টি হস্তশিল্প ও কুটিরশিল্প সংস্থা যোগ দিয়েছে। এদের মধ্যে অনেকেই আবার হস্তশিল্পে জাতীয় পুরস্কারও পেয়েছে। সকলেই তাদের সেরা সম্ভারগুলি এনে সাজিয়েছেন এই প্রদর্শনীতে ।

চোখ ধাঁধানো এই প্রদর্শনীতে কী কী আছে ? কাঁথাস্টিচ বাঁধনি , বন্ধেজ সম্বলপুরী, বাটিক , অ্যাপ্লিক , ইক্কত , তেলিয়া ইত্যাদি নানা ঘরানার হস্তশিল্প সামগ্রী। রয়েছে নানা ধরনের শাড়ি- পোশাক । তার সঙ্গে মানানসই কাশ্মীরি শাল ও স্টোল পেয়ে যাবেন । রয়েছে হরেক কিসিমের নজরকাড়া ব্যাগের সম্ভারও । ও হ্যাঁ ,  প্রদর্শনীতে শাড়ি থাকবে আর তার সঙ্গে মানানসই গয়না থাকবে না তা হয় নাকি? কখনো হয়না । তাই এখানে পেয়ে যাবেন নানা রকমের জুয়েলারিও। জাঙ্ক , এথনিক , সিম্পল, গর্জিয়াস , ট্র্যাডিশনাল সব ধরনের জুয়েলারি পেয়ে যাবেন এখানে। তাই আর দেরি না করে এবার পুজোর ফ্যাশনে কোনটা ‘ইন’ তা স্বচক্ষে দেখে নিতে একবার চলে আসা যেতেই পারে ভিকি গার্ডেন্স এর প্রদর্শনীতে।