শহরে এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ

প্রতীকী ছবি

এবার কলকাতা পুলিশের (Kolkata Police) জালে ভুয়ো পুলিশ। অভিযুক্তকে গার্ডেনরিচ (Gardenreach) এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম জিয়াউল হক। বয়স ২৭। ধৃত জিয়াউল হক গার্ডেনরিচ এলাকারই বাংলা বস্তির বাসিন্দা।

মেটিয়াব্রুজে এলাকা দিয়ে যাওয়ার সময় তার বাইকে পুলিশের লোগো এবং স্টিকার লাগানো ছিল। সন্দেহ হওয়ায় আটক মেটিয়াব্রুজ থানার পুলিশ (Metiyabruz PS)। নথি দেখতে চান অফিসাররা। যথাযথ প্রমাণ না দেখাতে পারায় তাকে গ্রেফতার করা হয় জিয়াউলকে। ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন:কেন ডাকা হয়নি দিলীপকে? চিঠি দিয়ে টিগগাকে জানতে চাওয়া হলো