Tuesday, December 16, 2025

শিলিগুড়ির দশরথ পল্লির ভাড়াবাড়িতে এক বছরের ছোট্ট শিবমকে নিয়ে থাকেন তার মা। বাবা জয়ন্ত বর্মন বালুরঘাটে কাপড়ের দোকানে কাজ করে কোনওরকমে সংসার চালান। শিবমের মা জানান, জন্মের পর থেকেই শিবমের হার্টে একটা ফুটো ছিল। যার জন্য সে মাঝে মাঝেই ভীষণ অসুস্থ হয়ে পড়ত, সারা শরীর নীল হয়ে অজ্ঞান হয়ে যেত। তাকে নিয়ে কলকাতা পর্যন্ত গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। কারণ, চিকিৎসা বাবদ ৫ লক্ষ টাকা জোগাড় করা তাঁদের পক্ষে দুঃসাধ্য ছিল। জানতে পেরে স্বেচ্ছাসেবী সংস্থা দশরথ পল্লি ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিবারের পাশে দাঁড়ায়। প্রথমেই মুখ্যমন্ত্রীর প্রকল্পে পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করানো হয়। তারপর স্থানীয় হার্ট স্পেশালিস্টদের পরামর্শে ও পুরসভার চেয়ারম্যান গৌতম দেবের সহযোগিতায় দুর্গাপুরে শুরু হয় শিশুটির চিকিৎসা। চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই। শুধু যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ ১ লক্ষ টাকার মতো দিয়েছে ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বর্তমানে সম্পূর্ণ সুস্থ শিবম।

সংগঠনের সভাপতি উত্তম ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রীর ওই প্রকল্পের জন্যই বাচ্চাটি প্রাণ ফিরে পেল। আমরা সহযোগিতা করেছি, তবে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে চিকিৎসার ৫ লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব ছিল। এজন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। শিবমের মা বলেন, এই সংগঠন ও মুখ্যমন্ত্রীর দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড আমার বাচ্চার প্রাণ বাঁচাল। মুখ্যমন্ত্রী ও এই যুবকদের ঋণ আমি কোনওদিন শোধ করতে পারব না।

আরও পড়ুন- পুলিশ দিবসে পুলিশ কর্মীদের সম্বর্ধনা

 

Related articles

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...
Exit mobile version