Saturday, January 10, 2026

করোনার সংক্রমণ কমায় বাংলাদেশে খুলছে বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

দেড় বছর ধরে বন্ধ আছে বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।করোনার প্রকোপ ঠেকাতে ওপার বাংলায় জারি করা হয় কঠোর লকডাউন। এখন করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। একইসঙ্গে চলছে টিকাকরণের কাজ। সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দেওয়া নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।

বাংলাদেশের শিক্ষা মন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মীদের টিকাকরণ শেষ পর্যায়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও টিকা দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর ৮০ ভাগের বেশি শিক্ষার্থী টিকা পেয়েছে।
তাই এবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে বিশ্ববিদ্যালয় খোলা হবে। পর্যায়ক্রমে কলেজ এবং স্কুল খোলা হবে বলে জানা গিয়েছে। তবে, যতদিন ওপার বাংলায় করোনার সংক্রমণ ৫%-এর নিচে না নামছে, ততদিন স্কুল খোলা হবে না বলেই ঠিক হয়েছে।
তবে, যতদিন ওপার বাংলায় করোনার সংক্রমণ ৫%-এর নিচে না নামছে, ততদিন স্কুল খোলা হবে না বলেই ঠিক হয়েছে। সংক্রমণের হার ৫%-র নিচে নামার পরে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাইমারি স্কুল না খুললেও, মঙ্গলবার থেকেই প্রাইমারি স্কুলের সব শিক্ষককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফর (মাউশি)। স্কুলগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গি প্রতিরোধের জন্য যাবতীয় নির্দেশ পালন করতে বলা হয়েছে।

 

advt 19

 

spot_img

Related articles

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...