Wednesday, August 27, 2025

“ভবানীপুর দিদিকে চায়”, উপনির্বাচন ঘোষণা হতেই হোর্ডিং-ব্যানারে ছয়লাপ

Date:

চিত্রনাট্য যেন লেখাই ছিল। প্রস্তুত ছিলেন সকলে। বাকি ছিল ঘোষণার। হ্যাঁ, দিল্লি থেকে নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করার পর গোটা ভবানীপুর বিধানসভা অঞ্চলজুড়ে মুহূর্তে হোর্ডিং-ব্যানার-দেওয়ালে দেওয়ালে তৃণমূলের প্রচার শুরু। হবে নাই বা কেন? শাসক দলের প্রার্থী খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর প্রচারে কোথাও লেখা, “ভবানীপুর নিজের মেয়েকে চায়” আবার কোথাও লেখা “ভবানীপুর দিদিকে চায়” কিংবা “ভবানীপুরে খেলা হবে”!

আরও পড়ুন-তদন্ত প্রক্রিয়ায় চূড়ান্ত ঢিলেমির জেরে এবার শীর্ষ আদালতে প্রশ্নের মুখে সিবিআই

তবে এখনও পর্যন্ত যে ব্যানার-ফ্লেক্সগুলির চোখে পড়েছে তার বেশিরভাগই লাগানো হয়েছে তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনী কিংবা বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। করোনা বিধি মেনে কিছু কিছু জায়গায় স্লোগান রাস্তার উপর দাঁড়িয়ে দিচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, শনিবার দুপুরে বাংলার মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে মুর্শিদাবাদের কেন্দ্রে জঙ্গিপুর ও সামসেরগঞ্জে প্রার্থীরা মারা যাওয়ায় ভোট বাকি ছিল। এই দুই আসনেও ভোট গ্রহণ হবে ওইদিনই। গণনা ও ফল ঘোষণা ৩ অক্টোবর। পুজোর ঠিক আগেই দলনেত্রীর কেন্দ্রে ভোট হওয়ায় বেজায় খুশি ভবানীপুরের তৃণমূল কর্মী সমর্থকরা। এখন থেকেই যেন তাদের পুজোর উৎসব শুরু হয়ে গেল।

আরও পড়ুন-টিকাকরণ কেন্দ্রগুলিতে ভিড় কমাতে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

উল্লেখ্য, একুশের নির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার এই ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির রুদ্রনীল ঘোষকে ২৮ হাজারেরও বেশি ভোটে হারিয়ে ছিলেন। তিনি ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তৃণমূল সূত্রের খবর, আগামী সোমবার, ৬ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version