Wednesday, August 27, 2025

উপনির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় সিপিএম-কে মিউজিয়ামে থাকা দল বলে কটাক্ষ পার্থর

Date:

কলকাতার ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ই জঙ্গিপুরে আগামী ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ সবমিলিয়ে রাজ্যের মোট ৭টি বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে৷ ৪ কেন্দ্রে ভোট ঘোষণা করা হয়নি৷ আর এই বিষয়টিকে তুলে ধরেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সিপিএম নেতারা। পুরভোট কবে হবে, চলে আসছে সেই প্রশ্নও।

সিপিএম উপনির্বাচনের দিন ঘোষণাকে স্বাগত জানালেও পুরভোট নিয়ে প্রশ্ন তুলেছে৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ”আমরা চেয়েছিলাম সময় মতো নির্বাচন হোক৷ সেটা যে কোনও নির্বাচনই হোক না কেন৷ বামফ্রন্ট সময়ে বিধানসভা, লোকসভা থেকে শুরু করে পুরসভা, পঞ্চায়েত সব নির্বাচনই সময়ে হয়েছে৷ রাজ্যে পুরসভাগুলির মেয়াদ ফুরনোর পরে তো দুই থেকে তিন বছর কেটে গিয়েছে৷ পুরভোট কবে হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন তা স্পষ্ট করুক৷”

আরও পড়ুন- সংযুক্ত কিষান মোর্চার ডাকে ৫ সেপ্টেম্বর মহাপঞ্চায়েত মুজফফরনগরে

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর এহেন মন্তব্যকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “সস্তায় প্রচার পাওয়ার জন্য সিপিএম নেতারা এমন মন্তব্য করছেন। গোটা রাজ্যের মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে। যাদের কোনও অস্তিত্ব নেই। এখন যাদের জায়গা মিউজিয়াম, তাদের খামোখা আলোচনায় আনবেন না। তাতে মানুষ বিরক্ত হয়।”

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version