Saturday, August 23, 2025

সংযুক্ত কিষান মোর্চার ডাকে ৫ সেপ্টেম্বর মহাপঞ্চায়েত মুজফফরনগরে

Date:

বিজেপি সরকারের কৃষি আইন বাতিলের দাবি নিয়ে ঐতিহাসিক কৃষক মহাপঞ্চায়েতের জন্য প্রস্তুত মুজফফরনগরের গভর্নমেন্ট ইন্টার কলেজের বিশাল প্রাঙ্গণ। গত ৯ মাস ধরে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের সিংঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে আন্দোলনরত কৃষকদের সংযুক্ত কিষান মোর্চা রবিবার মোদি সরকারের তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে। আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানাতেই এই মহাপঞ্চায়েত। সংযুক্ত কিষান মোর্চার শরিক ৪০টি কৃষক সংগঠন ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের বহু সংগঠনের প্রতিনিধি মহাপঞ্চায়েতে উপস্থিত থাকবেন। সংযুক্ত কিষান মোর্চার অন্যতম নেতা যোগেন্দ্র যাদব শনিবার বলেছেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব থেকে লক্ষাধিক কৃষক মহাপঞ্চায়েতে অংশ নেবেন। ইতিমধ্যে তাঁরা মুজফফরনগরে পৌঁছতে শুরু করেছেন। কর্নাটক, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য থেকেও কৃষকদের দল আসতে শুরু করেছে। ভারতের কৃষক আন্দোলনে রবিবারের এই সমাবেশ নতুন ইতিহাস তৈরির পথে। মহাপঞ্চায়েতের জন্য ইন্টার কলেজ ময়দানে দুই লক্ষ ফুটের বিশাল প্যান্ডেল প্রস্তুত। তৈরি হয়েছে তিন হাজার বর্গফুটের বিশাল মঞ্চ। কোনও রাজনৈতিক দলের নেতার স্থান হবে না মঞ্চে, এমনটাই দাবি আয়োজকদের।

কৃষক মহাপঞ্চায়েত নিয়ে ঘোর দুশ্চিন্তা উত্তরপ্রদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চিন্তা আগামী দিনে মহাপঞ্চায়েতের প্রভাব নিয়ে। মহাপঞ্চায়েতে বিপুল জনসমাগম আটকাতে বিজেপি সরকারের মদতে সক্রিয় প্রশাসন। কৃষকদের ক্ষোভ আগামী ভোটে কী প্রভাব ফেলবে, চিন্তায় বিজেপি।

আরও পড়ুন- ভবানীপুরে মমতা নামক বাঘের মুখে ঠেলে দলেরই যাঁদের “রাজনৈতিক হত্যা” চাইছে বিজেপি

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version