কয়লা পাচারকাণ্ডে কলকাতাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এদিন সিআইএসফ-কে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

ইবির আধিকারিকরা ডালহৌসি, পার্ক স্ট্রিট, লিন্ডসে স্ট্রিটে অভিযান চালাচ্ছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র দাবি, তিনটি সংস্থার ঠিকানায় খোলা হয়েছিল অনেকগুলি কোম্পানি। এদের মাধ্যমেই কয়লা পাচারের টাকার লেনদেন চলত, তদন্তে এমন তথ্য মিলেছে বলে দাবি ইডি-র।

আরও পড়ুন: বৃদ্ধি নয়, দেশের অর্থনীতি তলানিতে যাচ্ছে: GDP রিপোর্ট ফুৎকারে উড়িয়ে দাবি কৌশিক বসুর

মিডলটন স্ট্রিট, পার্কসার্কাসে রেড শুরু করেছে ইডি। সূত্রের খবর, মিডলটন স্ট্রিটে তল্লাশি চলছে শেঠিয়া হাউসে। সেখানে একটি ট্রাভেল কোম্পানিতে ঢুকেছে ইডি কর্তারা। ইতিমধ্যেই জেরা চলছে।

