Tuesday, August 26, 2025

নয়া রেকর্ড সুপ্রিম কোর্টের, প্রথমবার ১২ টি হাইকোর্টের জন্য ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব

Date:

নয়া রেকর্ড সুপ্রিম কোর্টের। দেশের ১২টি হাইকোর্টের জন্য একসঙ্গে ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব। এই প্রথমবার ৬৮ জন বিচারপতির নাম একসঙ্গে ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন কলেজিয়াম এই ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব করে।

২৫ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর বৈঠক করে কলেজিয়াম। সেখানে প্রথমে ১১২ জন বিচারপতির নাম শর্টলিস্ট করা হয়েছিল। সেখান থেকে ৬৮ জনের নাম চূড়ান্ত করে প্রস্তাব করে কলেজিয়াম।

আরও পড়ুন: ভবানীপুরসহ বঙ্গে ৩ কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন, ঘোষণা কমিশনের

এই প্রথম এতজন বিচারপতির নাম একসঙ্গে ঘোষণা করল শীর্ষ আদালত। প্রধানবিচারপতি এনভি রমান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম এই ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব করে। গত ২৫ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর বৈঠক করেছিল কলেজিয়াম। তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ১১২ জনের নাম শর্ট লিস্ট করা হয়েছিল। সেখান থেকে ৬৮ জনের নাম চূড়ান্ত করে প্রস্তাব করে কলেজিয়াম।

১২ হাইকোর্টের নাম হল- কলকাতা, এলাহাবাদ, রাজস্থান, জম্মু-কাশ্মীর, ঝাড়খন্ড, মাদ্রাজ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব এবং হরিয়ানা, কেরল, ছত্রিশগড় এবং অসম।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের কোনও প্রধান বিচারপতি এখনও নেই। ভার প্রাপ্ত প্রধান বিচারপতিই কাজ করছেন। প্রধান বিচারপতি একাধিক হাইকোর্টে না থাকায় অনেক মামলার ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। একাধিক মামলা পেন্ডিং রয়েছে। সেই কারণেই দ্রুত এই হাইকোর্টগুলির বিচারপতি নিয়োগ করতে বলা হয়েছে। আর তাই এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়াম প্রথমে ১১২ জন বিচারপতির নাম শর্ট লিস্ট করে। তারমধ্যে ৮২ জন বার এবং ৩১ জন জুডিশিয়াল সার্ভিসের। তারমধ্যে ১২ জন হাইকোর্টের বিচারপতি এবং ৪৪ জন বার ও ২৪ জন জুডিশিয়াল সার্ভিসের জন্য বাছাই করা হয়। তারমধ্যে তপশিলি উপজাতির মহিলা জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক মারালি ভাঙ্কুর নাম গুয়াহাটি হাইকোর্টের জন্য প্রস্তাব করা হয়েছে। তা চূড়ান্ত হলে তিনিই হবেন মিজোরামের প্রথম মহিলা বিচারপতি।

আরও পড়ুন: বৃদ্ধি নয়, দেশের অর্থনীতি তলানিতে যাচ্ছে: GDP রিপোর্ট ফুৎকারে উড়িয়ে দাবি কৌশিক বসুর

কলেজিয়ামে যে তিন সদস্য ছিলেন তাঁরা হলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা, বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি এএম খানওয়ালিকর।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version