Monday, November 10, 2025

রঙিন প্রচারে ‘‘হৃদমাঝারে রাখব’’, সুর তুললেন মদন! কর্মীদের সাবধানে কাজের উপদেশ মমতার

Date:

খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী উপনির্বাচনে প্রার্থী। তাই ভবানীপুর উপনির্বাচনে দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রবল উৎসাহ ও উন্মাদনার সঙ্গে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কর্মী, সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ। ইতিমধ্যেই হোর্ডিং-ফেস্টুন-ব্যানারে ছয়লাপ হয়ে গিয়ে গোটা বিধানসভা এলাকা। নেত্রীকে রেকর্ড মার্জিনে জেতানোর চ্যালেঞ্জ নিয়ে কর্মীরা ময়দানে নেমে পড়েছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারের জন্য তৃণমূলের নতুন স্লোগান – ‘’উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে’’।

 

আজ, রবিবার দুপুরে তৃণমূল বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ভবানীপুরে দেওয়াল লিখন চলছিল। যে কাজে মদনবাবু নিজেও হাত লাগিয়েছেন। আর ঠিক তখনই কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে ডিএল খান রোড ধরে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়।

ভোট প্রচারে নেতা-কর্মীদের উৎসাহ দেখে গাড়ি থামিয়ে তাঁদের করোনা বিধি মেনে সাবধানে ও সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শও দেন দলনেত্রী। দলীয় নেতা, কর্মীদের এই উৎসাহ দেখে আপ্লুত নেত্রী গাড়ি থেকে নেমেও পড়েন। সকলের উদ্দেশে বলেন, ”সবাই ভালভাবে কাজ করো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। সবাই নিজেদের শরীরের দিকে নজর রেখো।”

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ফের চমক মদন মিত্রের। এদিন কামারহাটির বিধায়ককে দেখা গেল, সাদা-নীল পাঞ্জাবি পড়তে। মদন মিত্র একতারা বাজিয়ে নিজেই গান ধরলেন – ”তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।” সঙ্গে গলা মেলালেন তাঁর অনুগামীরাও।

আরও পড়ুন- “সিআইডিতে না গেলে বুঝব বাঘছাল পরা বিড়াল”, শুভেন্দুকে মোক্ষম খোঁচা কুণালের

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version