‘বিজেপি-র ঘুণ ধরা সংগঠন, মেলাতে পারছি না’, তোপ দাগলেন সিঙ্গুরের মাস্টারমশাই

“বিজেপি-র কাজকর্মের সঙ্গে নিজেকে মেলাতে পারছি না। ঘুণ ধরা সংগঠন। তা ছাড়া আমাকে বিশেষ সম্মান দিয়ে ডাকাও হয় না।’’

শিক্ষক দিবসে সংবাদমাধ্যমে এমন মন্তব্যই করলেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিজেপির একাংশকেই নিশানা করে এদিন ক্ষোভ উগরে তিনি বলেন, ‘‘বিজেপি-র একটা অংশই চক্রান্ত করে আমায় সিঙ্গুর বিধানসভা আসনে হারিয়েছে।’’ চক্রান্তের ধরন ব্যাখ্যা করে ‘মাস্টারমশাই’ বলেছেন, ‘‘সিঙ্গুরের ভো‌ট ছিল ১০ এপ্রিল। আর তার দু‍’দিন আগে ৮ তারিখ স্থানীয় মণ্ডল সভাপতি-সহ ৭ জন বিরুদ্ধ প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক করেন।’’ বলেছেন, ‘‘বিজেপি-তে কাজ করার সুযোগটাই নেই। জেলা নেতৃত্বের তরফে সে ভাবে আহ্বানও নেই। একবার চুঁচুড়ায় একটা বৈঠকে ডেকেছিল, গিয়েছিলাম। আর ডাকেনি। এখন গ্রামে থেকে বা ঘরে বসে যেটুকু যা করা যায় তাই করি। তবে স্থানীয় কোনও কর্মসূচিও তো নেই।’’
বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেছেন, ‘‘বিজেপি-তে আমায় শ্রদ্ধা করার মতো নেতা নেই। আমার আস্থা অর্জন করার মতো নেতাও নেই। আর বিজেপি-র অনেক নীতির সঙ্গে আমার মতের মিলও হচ্ছে না। কিছু কিছু ব্যাপারে প্রতিবাদও করেছি। কিন্তু কারও সঙ্গে বনছে না।’’

আরও পড়ুন- মরুরাজ্যে পদ্মের ‘অস্তিত্ব সংকট’, পঞ্চায়েত নির্বাচনে বড় জয় কংগ্রেসের

advt 19

 

Previous articleকমছে সংক্রমণ , তাই স্কুল খুলে যাচ্ছে আগামী রোববার থেকেই
Next articleগুজরাটে গিয়ে খুন মালদহের পরিযায়ী শ্রমিক, অভিযোগের তির বিজেপির দিকে