Friday, May 16, 2025

সাড়ে তিন দশক ‘বন্দি’ আন্দামানে, শেষপর্যন্ত ঘরে ফিরলেন ৭০এর বৃদ্ধ

Date:

Share post:

সাড়ে তিন দশক ‘বন্দি’ আন্দামানে, মুখ্যমন্ত্রীর তৎপরতায় অবশেষে ঘরে ফিরলেন ।
সর্বক্ষণের সঙ্গী একটি রেডিও। দিনভর খাটনির বিনিময়ে একমুঠো খাবার। চার দিকে সমুদ্রের জল। তার মধ্যেই দিন আসে, দিন যায়। এভাবেই চলছিল জীবন । আবার যে কোনও দিন নিজের গ্রামের ঘরবাড়ি, পরিবার, সন্তানদের মুখ দেখতে পাবেন, তা গত ৩৫ বছরে ভাবতেই পারেননি ঝাড়খণ্ডের গুমলা জেলার বিষ্ণুপুরের বাসিন্দা ফুচা মাহলি। সেই স্বপ্ন পূরণের আনন্দে কথা বলতে গিয়ে বারবার কান্নায় গলা বুজে আসছিল ৭০ বছরের এই বৃদ্ধের।
নিজেই জানিয়েছেন, সেই কবে কলকাতার একটি জাহাজ সংস্থায় শ্রমিকের চাকরি নিয়ে গিয়েছিলেন আন্দামানে। সেই সংস্থাটি এক বছরের মধ্যে বন্ধ হয়ে গেলে পেট চালাতে ভিক্ষা করতে শুরু করেন ফুচা। কারণ আন্দামান থেকে ঝাড়খণ্ডের গ্রামে ফেরার পয়সাটুকুও ছিল না। তার মধ্যেই সুদীপ নামে স্থানীয় এক মহাজন তাঁর কাছে থাকা সব কাগজপত্রও কেড়ে নেয়। বাধ্য হয়ে তার কাছেই দু’বেলা খেতে দেওয়ার চুক্তিতে কাজ করতে শুরু করেন ফুচা। সেই শুরু। কাঠ কাটা থেকে শুরু করে প্রায় সব রকমের কাজই ফুচাকে দিয়ে করিয়ে নিত সেই মহাজন। সেখানে কার্যত ক্রীতদাসের জীবন কাটাতে হয়েছে তাঁকে।
বাড়ি ফেরার আশা এক রকম ছেড়েই দিয়েছিলেন ফুচা।

কিন্তু হাল ছাড়েনি তাঁর পরিবার। নানা জায়গায় ছোটাছুটি করতে শুরু করেন ফুচার স্ত্রী-সন্তান। তাঁরা পাশে পান স্বেচ্ছাসেবী সংস্থা শুভ সন্দেশকে। তাদের সাহায্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে পৌঁছয় ফুচার কাহিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রম দফতর সক্রিয় হয়ে ওঠে। তার পর বেশ কিছু দিন ধরে খোঁজ খবর করার পরে খোঁজ মেলে ফুচার। আন্দামান থেকে বিমানে চড়িয়ে তাঁকে ফেরানো হয় রাঁচিতে। সেখানে বিমানবন্দর থেকেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হয় ফুচাকে।

তাঁকে ফেরানোর ব্যাপারে মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগ এবং স্বেচ্ছাসেবী সংস্থাটির অবদানের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ফুচা এবং তাঁর পরিবারের লোকেরা। রাঁচি থেকে নিজের গ্রামে ফিরেছেন ফুচা। মুখ্যমন্ত্রী রাজ্য শ্রম দফতরকে নির্দেশ দিয়েছেন, ফুচা এবং তাঁর পরিবারকে সব রকম সাহায্য করতে। আপাতত বিশ্রাম। যখন আন্দামানে গিয়েছিলেন তখন ফুচার বয়স ছিল তিরিশের কোঠায়। আজ তিনি বৃদ্ধ। বয়স প্রায় ৭০। এই অবস্থায় আর কাজ নয়। বাকি জীবনটুকু বিশ্রাম নিয়েই কাটাতে চান ফুচা মাহলি।

 

advt 19

 

spot_img

Related articles

সব্যসাচী নন, প্রথমে আইন ভেঙেছেন বিক্ষোভকারীরাই: স্পষ্ট জানালেন দুই পুলিশকর্তা

চাকরিহারাদের আন্দোলনের মধ্যে বিকাশ ভবনে ব্যক্তিগত কাজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)।...

মধ্যপ্রদেশের শাহদলে মধ্যযুগীয় সোনা- রুপোর ভাণ্ডার! নির্মাণ শ্রমিকদের থেকে উদ্ধার স্বর্ণমুদ্রা

২০২৫ সালের এসে হঠাৎ করে মধ্যযুগের সোনা- রুপোর ভাণ্ডার খুঁজে পাওয়ার ঘটনা (treasure trove of rare medieval gold...

হুগলির ‘ময়ূর গ্রাম’-এ অস্তিত্ব সংকটে জাতীয় পাখি! উদ্বেগে স্থানীয়রা

হুগলির(Hooghly) গান্ধীগ্রাম 'ময়ূর গ্রাম'(Mayur Gram) নামে পরিচিত। কিন্তু সেখানেই বিপন্ন ময়ূর(Peacock)- অভিযোগ স্থানীয়রা। রাজহাট অঞ্চলের গান্ধীগ্রামে ময়ূরের(Peacock) অবাধ...

ইসলামাবাদের ‘শত্রু’র সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! তালিবান বিদেশমন্ত্রী- জয়শঙ্কর কথোপকথনে জল্পনা

'শত্রুর শত্রু নিজের বন্ধু', চাণক্যের কূটনীতিকে কাজে লাগিয়ে কি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস...