ত্রিপুরায় বিজেপির হামলার শিকার বিরোধীরা, মানিকের মিছিলে বাধা

ত্রিপুরায় বারবার বিজেপির (Bjp) হামলার শিকার বিরোধীরা। তৃণমূল (Tmc) নেতৃত্বের উপর একাধিকবার হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সোমবার, রাজ্যে বিজেপির অপশাসনের বিরুদ্ধে মিছিলের ডাক দেন বামনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar)। কাঠালিয়া ব্লকের এই মিছিলে বারবার বিজেপি বাধা দেয় বলে অভিযোগ।

ক্ষুব্ধ মানিক সরকার প্রশাসনিক আধিকারিকের সামনে রীতিমতো মেজাজ হারান। বারবার তাঁকে বাধা দেওয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। তবে বাধা সত্ত্বেও 5 দফা দাবিতে ধনপুরে স্মারকলিপি জমা দেন সিপিআইএমের (Cpim) নেতা-কর্মীরা। সেখানে সভা করেন মানিক সরকার। দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে বসে না থেকে বিজেপির দুর্নীতি, রাজ্যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান তিনি। এতো বাধা সত্ত্বেও যেভাবে দিন বাম কর্মী-সমর্থকরা মিছিল ও সভা করেছেন সেটা ত্রিপুরার কাছে একটা উদাহরণ হয়ে থাকবে বলে দাবি মানিক সরকারের।

 

advt 19